২০২৩ সাল জুড়েই ক্রিকেটের মরশুম। এবছর এশিয়া কাপ ২০২৩ এবং বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হবে। আর এই ২০২৩ বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে। তবে, এখানেই শেষ নয়, ২০২৪ সালেই খেলতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2024)। আর এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ হল আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ-এর নবম আসর। এটি ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দেশে হিসেবে আইসিসি বিশ্বকাপের কোনো বড় টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। আর এই বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে একটি ইঙ্গিত দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)।
Read More: WC 2023: বিশ্বকাপের সূচিতে আবারও পরিবর্তন, পাকিস্তানের খেলা নিয়ে BCCI এর কাছে আর্জি বাংলার বোর্ডের !!
ক্রিকেট একাডেমি খুললেন রোহিত
প্রসঙ্গত, অধিনায়ক রোহিত শর্মা মার্কিন যুক্তরাষ্ট্রে তার ক্রিকেট একাডেমি ‘ক্রিকিংডম’ চালু করতে চলেছেন। বিশ্বের অন্যতম বড় ক্রিকেট একাডেমির মালিক হতে চলেছেন রোহিত। রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের মালিকানাধীন ক্রিকেট একাডেমি বিশ্বের বৃহত্তম ক্রিকেট একাডেমির মধ্যে একটি। ক্রিকিংডম ভারতে ভালভাবে ছড়িয়ে পড়েছে এবং ধীরে ধীরে দেশের বাইরে তার বিকাশ ঘটেছে। আর এর উদ্বোধনীতে ক্যাপ্টেন রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিলেন। এবারের বিশ্বকাপে মোট ২০ টি দল অংশ গ্রহণ করবে। আর এই বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত রোহিত শর্মা।
বিশ্বকাপ নিয়ে বড় আপডেট দিলেন রোহিত
মার্কিন যুক্তরাষ্ট্রে একাডেমি লঞ্চ ইভেন্ট চলাকালীন রোহিত বিশ্বকাপ নিয়ে মন্তব্য করে বললেন, “২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, তাই আমি আবার এখানে আসার অপেক্ষায় আছি।” তবে, আর কিছুদিন বাদেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ (WC 2023)। ভারতীয় দলের কাছে সুযোগ রয়েছে এই বিশ্বকাপ জয়ের। ক্যাপ্টেন রোহিত শর্মা একেবারে প্রস্তুত এই বিশ্বকাপে নিজের ছন্দ দেখানোর জন্য। এবারের বিশ্বকাপ নিয়ে মন্তব্য করে হিটম্যান বলেছেন, “আইসিসির টুর্নামেন্টগুলো আপনার জিততে হবে। আশা করি আমরা ভারতের জন্য ট্রফি জেতার জন্য সেরাটা দেব, অন্য বছরের থেকেও আমাদের সেরাটা দিতে চেষ্টা করব।” পাশাপাশি, টিম ইন্ডিয়ার কথা বলতে গেলে, ভারত বর্তমানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হচ্ছে। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে সিরিজের উদ্বোধনী ম্যাচে ৪ রানে হেরেছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের T20I সিরিজ খেলবে।