অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজটি খেলেছিল ভারতীয় দল। এই সিরিজে ভারত লজ্জাজনকভাবে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীর্ঘ ১০ বছর পর রোহিত শর্মা (Rohit Sharma) এবং জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) নেতৃত্বাধীন ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজিত হয়েছে। আর বিগত কয়েক মাস ধরেই টি-টোয়েন্টি ফরম্যাট ব্যতীত বাঁকি ফরম্যাট গুলিতে ভারতীয় দলের পারফরম্যান্সের উপরে বেশ প্রশ্ন উঠেছে। ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতেই হোয়াইটওয়াশ হয়েছিল। ভারতের মাটিতে ভারতকে পরাস্ত করা টেস্ট ক্রিকেটে খুবই কঠিন ছিল, দীর্ঘ ১২ বছর ধরে ভারত ঘরের মাঠে একটিও টেস্ট সিরিজ পরাজিত হয়নি। তবে কিউইদের বিরুদ্ধে পরাজয় ভারতের বর্তমান অবস্থার টনক নাড়িয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়া সিরিজে ব্যার্থ রোহিত
বর্ডার গাভাস্কার ট্রফি হারের পর রোহিত-বিরাটের মতন অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছিল। এমনকি দলের সিনিয়র খেলোয়াড়দের উপরেও প্রশ্ন উঠতে শুরু হয়েছিল। সূত্রের খবর, নিজের ভবিষ্যত নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। তার পাশাপশি, রোহিতের অবসরের জল্পনা সামনে উঠে এসেছে। শোনা যাচ্ছে নির্বাচকদের সঙ্গে শলাপরামর্শ সেরে নিয়েছেন রোহিত। এমনকি তার নেতৃত্বের বিষয়ে নির্বাচকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন রোহিত। তবে রোহিতের পর কে হবেন ভারতের নতুন অধিনায়ক ? ক্রিকেট মহলে একাংশের মত রোহিতের পর জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ভারতীয় দলের নতুন অধিনায়ক হবেন।
আসলে রোহিত শর্মার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে দুইটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তারকা পেশার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তার অধিনায়কত্ব ইতিমধ্যেই পছন্দ করতে শুরু করে দিয়েছেন ক্রিকেট প্রেমীরা। শুধু তাই নয় অভিজ্ঞ ক্রিকেটাররাও রোহিতের পর বুমরাহকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চাইছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার পর ভারতকে আপাতত ছয় মাস কোন ধরনের টেস্ট ম্যাচ খেলতে হবে না। যে কারণে আপাতত ভারতকে সাদা বলের ফরম্যাটে নজর রাখতে হবে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে এই আইসিসির ইভেন্ট টি। সেখানে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বেই টিম ইন্ডিয়া নামবে। তাই সাদা বলের ফরম্যাটে আপাতত তাকেই ক্যাপ্টেন হিসাবে দেখতে পাওয়া যাবে।
অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত রোহিত
সূত্রের খবর, অধিনায়কত্ব নিয়ে রোহিত তাঁর মতামত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। রোহিতের বক্তব্য, তিনি আরও কিছু মাস দেশকে নেতৃত্ব দিতে চান। তার মধ্যে বিসিসিআই যেন তাদের পছন্দ মতন অন্য অধিনায়ককে খুঁজে নেয় সেটাও জানিয়ে দিয়েছেন। এমনকি রোহিত সেই সম্ভব্য অধিনায়কের বিষয়ে পূর্ণ সমর্থন বলে জানিয়ে দিয়েছেন। অজি সফরের ব্যর্থতার পর রোহিত, গম্ভীর ও আগারকরদের একটি বৈঠক হয়েছিল, যেখানেই রোহিত তার মন্তব্য রেখেছিলেন বলে জানা গিয়েছে। তবে ভারতীয় দলের মূল অধিনায়ক কে হতে চলেছেন সে বিষয়ে রয়েছে চর্চা।