শ্রীলঙ্কার বিরুদ্ধে ম‍্যাচে এই দুরন্ত রেকর্ড গড়ার মুখে রোহিত শর্মা ! 1

এবছর বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।গড়ে চলেছেন একের পর এক শতরানের পাশাপাশি দারুন সব রেকর্ড।ইতিমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত।আজ গ্রুপ লিগের শেষ ম‍্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে বিরাটরা।আর এই ম‍্যাচে দুরন্ত রেকর্ড গড়ার হাতছানি রয়েছে রোহিতের সামনে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম‍্যাচে এই দুরন্ত রেকর্ড গড়ার মুখে রোহিত শর্মা ! 2
India’s Rohit Sharma celebrates making his century during the 2019 Cricket World Cup group stage match between Bangladesh and India at Edgbaston in Birmingham, central England, on July 2, 2019. (Photo by Paul ELLIS / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read PAUL ELLIS/AFP/Getty Images)

চলতি বিশ্বকাপে এই অবধি সাত ম‍্যাচে রোহিত করেছেন ৫৪৪ রান।গড় – ৯০.৬৬ ।এর মধ্যে আছে চারটি শতরান এবং একটি অর্ধশতরানের ইনিংস। এযাবৎ রোহিতর স্কোরের খাতাটি দিকে নজর রাখা যাক, ১২২*, ৫৭, ১৪০,১, ১৮, ১০২ এবং ১০৪ ।মূলত তার দুরন্ত ব্যাটিংয়ের উপর ভর করে ভারতের সেমিফাইনালে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে তা এক কথায় বলা যেতে পারে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম‍্যাচে এই দুরন্ত রেকর্ড গড়ার মুখে রোহিত শর্মা ! 3

শনিবার, শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে ভারত, আর এই ম‍্যাচ দুরন্ত কিছু রেকর্ড গড়ার হাতছানি রয়েছে রোহিতের কাছে।গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ম‍্যাচে এবারের বিশ্বকাপে ৬০০ রান করে ফেলেছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।যা গ্রুপ পর্যায়ে করা কোনও ক্রিকেটারের সর্বাধিক রান।এর আগে এই রেকর্ড ছিলো শচীন তেন্ডুলকরের,২০০৩ বিশ্বকাপে প্রাথমিক পর্যায়ে ৫৮৬ রান করেছিলেন ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম‍্যাচে এই দুরন্ত রেকর্ড গড়ার মুখে রোহিত শর্মা ! 4

এবছর বিশ্বকাপে দুরন্ত ফর্মে পাওয়া গেছে ,তার দেশ টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও তিনি সকলের মনিকোঠায় জায়গা করে নিয়ছিলেন একের পর এক দারুন ইনিংস খেলে।টুর্নামেন্ট শেষ করলেন ৬০৬ রান করে।আজ ৬২ রান করতে পারলে সেই রেকর্ড ভেঙে ফেলতে পারেন রোহিত শর্মা। প্রসঙ্গত, একই রেকর্ড ভেঙে দিতে পারেন অস্ট্রেলিয়ার ওপেনার জুটি এ্যরন ফিন্চ এবং ডেভিড ওয়ার্নার। কারন একদিকে যখন শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ লিগের শেষ ম‍্যাচ খেলতে নামছে ভারত, ঠিক তেমন অন‍্যদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে নামছে অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম‍্যাচে এই দুরন্ত রেকর্ড গড়ার মুখে রোহিত শর্মা ! 5

শুধুমাত্র তাই নয়, রোহিতের কাছে সুযোগ রয়েছে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড ভেঙে ফেলার।২০০৩ এর বিশ্বকাপের ৬৭৩ রান করে শেষ করেছিলেন শচীন তেন্ডুলকর, আজ সেই রেকর্ড ভাঙতে হলে রোহিত কে করতে হবে ১৩০ রান।বর্তমানে রোহিত যা ফর্মে আছে এক্ষেত্রে এই রেকর্ড ভেঙে ফেলা তার পক্ষে অসম্ভব কোনও বিষয় নয়।প্রসঙ্গত, এখনো বিশ্বকাপে মাত্র তিন জন ব‍্যাটসম‍্যান ৬০০ রানের গন্ডি পেরিয়েছে ,শচীন তেন্ডুলকর ( ২০০৩ ), ম‍্যাথু হেডেন (২০০৭ ) এবং শাকিব আল হাসান( ২০১৯)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *