World Cup 2023: চলতি বছরের ক্রিকেটের সবচেয়ে বড় মেগা ইভেন্ট অর্থাৎ আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচী ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ডের মধ্যে। অন্যদিকে, ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এদিকে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচীতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্রতিক্রিয়া এসেছে। দেখে নেওয়া যাক কী বললেন তিনি।
Read More: পৃথ্বী শ’কে ফাঁসাতে চক্রব্যূহ তৈরি করেছিলেন স্বপ্না গিল, আদালতের সামনে বড় রহস্যের খোলসা পুলিশের !!
কী বললেন ভারত অধিনায়ক রোহিত?
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, “ঘরের মাটিতে বিশ্বকাপ খেলাটা দারুণ অভিজ্ঞতা হবে। ভারত ১২ বছর আগে এখানে জিতেছিল এবং আমি জানি যে সারা দেশের ফ্যানরা এবার আমাদের মাঠে নামার জন্য জন্য অপেক্ষা করতে পারবে না।”
হিটম্যান আরও যোগ করেছেন, “এই বিশ্বকাপটি খুব প্রতিযোগিতামূলক হতে চলেছে কারণ খেলাটি এখন পরিবর্তিত হয়েছে। দলগুলি আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক শক্তি নিয়ে খেলছে। এটি সারা বিশ্বের ফ্যানদের জন্য শুভ সূচনা করে যারা বেশ কয়েকটি দলের থেকে ভালো কিছু অপেক্ষা করতে পারে। পুরো ব্যাপারটা বেশ উত্তেজনাপূর্ণ। প্রতিশ্রুতি দেয় মুহূর্তগুলো। আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে এবং এই অক্টোবর-নভেম্বরে আমাদের সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছি।”
১৫ অক্টোবর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান
Proud moment for India! Hosting the ICC Men’s Cricket World Cup for the fourth time is an incredible honor. With 12 cities as the backdrop, we’ll showcase our rich diversity and world-class cricketing infrastructure. Get ready for an unforgettable tournament! #CWC2023 @ICC @BCCI pic.twitter.com/76VFuuvpcK
— Jay Shah (@JayShah) June 27, 2023
৮ অক্টোবর ভারতীয় দল তাদের বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে। ভারতের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচটি হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। এরপর ১১ অক্টোবর মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তানের দল। এরপর তৃতীয় ম্যাচ হল সবথেকে হাইভোল্টেজ। ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা সেই লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচ দেখার অপেক্ষায় সমগ্র ক্রিকেট বিশ্ব।