“মেরে ফেলবে নাকি ?…” মিডিয়ার সামনে ব্যাকফুটে রোহিত শর্মা, রাহানে-পূজারাকে নিয়ে দিলেন মস্ত বড় বয়ান !! 1

Rohit Sharma: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্ট ড্র রূপে সমাপ্ত হয়েছে। ম্যাচের কথা বলতে গেলে টসে জিতে ভারতীয় দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে ব্যাটিং করতে এসে অস্ট্রেলিয়া ৪৪৫ রানের একটি বড় রান বানিয়ে ফেলে। ব্যাটিং করতে এসে ভারতীয় দল ২৬০ রানেই গুটিয়ে যায়। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বেশিরভাগ সময়ে খেলা বন্ধ রাখতে হয়েছিল। পঞ্চম দিনের শুরুতে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আসে। তবে লাগাতার উইকেট হারানোর পর ৮৯ রান বানিয়ে ইনিংস ডিক্লিয়ারের ঘোষণা দেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ২৭৫ রান তাড়া করতে এসে মাত্র ৮ রান বানায় ভারতীয় দল। বাজে আলো ও বৃষ্টির প্রকোপ দেখে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিশিয়ালরা। তবে তৃতীয় টেস্ট শেষ হতেই ভারতীয় ক্রিকেটের জন্য একটি আবেগময় মুহূর্ত তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আলবিদা ঘোষণা করলেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সাথে সংবাদ সম্মেলনে এসে অবসরের খবর জানালেন অশ্বিন। তবে অশ্বিনের অবসরের ঘোষণার পর প্রশ্নের সম্মুখীন হলেন রোহিত।

অবসর নিলেন অশ্বিন

Ravichandran ashwin,BCCI, ind vs ban
Ravichandran Ashwin | Image: Getty Images

আসলে অশ্বিন অবসর নেওয়ার পর সাংবাদিক সম্মেলনে, রোহিতকে ভারতীয় দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়- ইশান্ত শর্মা, অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারারা টেস্ট দল থেকে বাদ পড়েছেন। তবে রোহিতকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বড় বয়ান দেন ক্যাপ্টেন রোহিত। অশ্বিন, রাহানে এবং পূজারার মতন বড় তিন খেলোয়াড়ের অনুপস্থিতি সম্পর্কে মন্তব্য করে রোহিত বলেন, “(রাহানের সাথে) মুম্বাইয়ে আমরা প্রায়ই দেখা করি। পূজারা খুবই গোপনীয় একজন মানুষ, তিনি থাকেন রাজকোটে। আমাদের খুব একটা দেখা হয়না, তবে খেলার মাঠে আমাদের দেখা হয়। তবে অশ্বিনকে আমি মিস করবো, আমি নিশ্চিত যে তিনি আগামী ১-২ বছরের মধ্যে আপনাদের সঙ্গে থাকবেন। ওনার অনেক অভিজ্ঞতা আছে, ভারতের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। সুতরাং, আপনি যদি আপনার বাম বা ডান দিকে তাকান তবে এই লোকেরা (রাহানে-অশ্বিন-পূজারা) সেখানে আর নেই।”

রাহানে-পূজারাকে নিয়ে বড় বয়ান দিলেন রোহিত

Ajinkya Rahane and Cheteshwar Pujara, rohit sharma
Ajinkya Rahane and Cheteshwar Pujara | Image:

তবে, রোহিত (Rohit Sharma) নিজের ভুল বুঝতে পেরে হাসতে হাসতে বলেন, “অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা এখনও অবসর নেননি। আপনারা আমাকে মেরে ফেলবেন। আমি এমনভাবে কথাগুলো বললাম যেন তারা অবসর নিয়ে নিয়েছেন। আপনি ওদের সবার নাম একসাথে নিয়েছিলেন, সেজন্যই বলছিলাম। তারা এখন এখানে নেই, তবে তাদের জন্য সুযোগ রয়েছে দলে ফেরার, পারফর্মেন্স করার পর তারা অবশ্যই (দলে) আসতে পারেন।”

Read Also: Rohit Sharma: “অবসর হলো সেরা বিকল্প…” লাগাতার ব্যার্থ রোহিত শর্মা, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *