'বড়া পাও খাবেন নাকি?' দর্শকের করা প্রশ্নের মজার উত্তর রোহিত শর্মার, ভিডিও ভাইরাল !! 1

রোহিত শর্মা (Rohit Sharma) ভারত সহ বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি অধিনায়ক হিসাবেও ভারতীয় দলকে অসংখ্য সফলতা এনে দিয়েছিলেন। তার নেতৃত্বে ২০২৩ ওডিআই বিশ্বকাপে (ODI WC) ভারতীয় দল ফাইনালে পৌঁছেছিল। সাম্প্রতিক সময় নিয়ে অধিনায়কের দায়িত্ব হারালেও ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। মোটা হয়ে যাওয়ার জন্য তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ওজন কমিয়ে ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করছেন তিনি। এর মধ্যেই রোহিতকে নিয়ে বড়া পাও খাবার বিষয় টেনে মজা করলেন দর্শকরা।

Read More: নেতৃত্বের দায়িত্বে ফিরছেন রোহিত শর্মা, বিজয় হাজারে ট্রফির বিধ্বংসী ইনিংসে বদলে গেল ভাগ্য !!

দুরন্ত ফর্মে রোহিত শর্মা-

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Twitter

২০১৬ সালে শেষবার মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025) মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। তারপর দীর্ঘ সময় জাতীয় দলে ব্যস্ত থাকার কারণে তিনি ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে পারেননি। ‌আবার‌ও গতকাল থাকে মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ করতে দেখা গেল। ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) আগে নিজেকে ম্যাচের মধ্যে রাখতে চাইছেন এই তারকা। প্রথম ম্যাচে সিকিমের বিপক্ষে মাঠে নেমে বিধ্বংসী হয়ে ওঠেন তিনি।

ম্যাচে ২৩৬ রান তাড়া করতে নেমে জ্বলে উঠেছিলেন রোহিত। তিনি একাই ৯৪ বলে ১৫৫ রানের ইনিংস খেলেন। ৯ টি ছক্কা এবং ১৮ টি চার দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন এই তারকা।‌ এই ইনিংসে পুরোনো হিটম্যান ধরা পড়েছে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন। তিনি ফিটনেসের অনেকটাই উন্নতি করেছেন বলে জানাচ্ছেন ভক্তরাও।

দর্শকদের সঙ্গে মজার ভিডিও-

'বড়া পাও খাবেন নাকি?' দর্শকের করা প্রশ্নের মজার উত্তর রোহিত শর্মার, ভিডিও ভাইরাল !! 2
Rohit Sharma | Image: Twitter

কাল শুধুমাত্র রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখার জন্য জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে ২০ হাজারের ওপর দর্শক উপস্থিত হয়েছিলেন। সিকিমের ইনিংসের সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন‌ হিটম্যান। সেই সময় ‘বড়া পাও খাবেন নাকি?’ বলে প্রশ্ন করেন এক দর্শক। এই মজার প্রশ্নে রোহিত হাত নাড়িয়ে খাবেন না বলে জানিয়ে দেন।‌ সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।

অতিরিক্ত মেদের জন্য ট্রোলের মুখে পড়তে হয়েছিল এই তারকা ব্যাটসম্যানকে। ভারতের প্রাক্তন অধিনায়ক বর্তমানে নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন। গত কয়েক মাসে পরিশ্রম করে ১০ কেজির বেশি ওজন কমিয়েছেন এই তারকা। উল্লেখ্য এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে রোহিত একমাত্র ব্যাটসম্যান যিনি ৩ টি ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত ২৭৯ ম্যাচে ১১,৫২৬ রান সংগ্রহ করেছেন এই তারকা।

দেখুন সেই ভিডিওটি-

Read Also: ‘কে বিরাট?..’, কোহলিকে আপমান অনূর্ধ্ব ১৯ দলের পাক তারকার, সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *