আইপিএলের পর ভারতীয় দল আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে যাত্রা শুরু করবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। (WTC) নতুন চক্রে ঘুরে দাঁড়াতে চাইছে ব্লু ব্রিগেডরা। জুন মাস থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের (ENG vs IND) ৫ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগেই বড়ো সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। এই সিদ্ধান্তে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা শুরু হয়েছে। রোহিত শর্মা (Rohit Sharma) কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এইরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
Read More: “চা কেমন লাগলো?..”, পাকিস্তানে ভারতীয় সেনার মিসাইল হামলার পর শহীদ আফ্রিদিকে বার্তা শিখর ধাওয়ানের !!
টেস্ট ক্রিকেটকে বিদায় রোহিতের-

রোহিত শর্মার (Rohit Sharma) হাত ধরেই ভারতীয় দল নতুন আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। তার নেতৃত্বেই ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিল ব্লু ব্রিগেডরা। জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে এই তারকা ব্যাটসম্যান ৬৭ ম্যাচে সংগ্রহ করেছেন ৪৩০১ রান সংগ্রহ করেছেন। আজ আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার বার্তাটি প্রকাশ করেন। তিনি লেখেন, “সকলকে জানাতে যাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। তবে আমি একদিনের ক্রিকেটে লেখা চালিয়ে যাবো।”
বাধ্য হয়ে সরে দাঁড়ালেন রোহিত-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত শর্মা (Rohit Sharma) ২০ ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এরপর সম্প্রতি ব্লু ব্রিগেডদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর মনে করা হচ্ছিল রোহিত শর্মা (Rohit Sharma) একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। ফলে মনে করা হচ্ছিল টেস্ট ক্রিকেট এবং ওডিআই ক্রিকেটে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করবেন রোহিত শর্মা (Rohit Sharma)। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে তাকে সামনে রেখেই বিসিসিআই (BCCI) এগিয়ে যাবে বলে বিশেষজ্ঞরা ভেবেছিলেন।
কিন্তু সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়ক হিসেবে ব্যর্থতা এবং ব্যাট হাতে হতাশাজনক পারফর্ম্যান্স প্রশ্ন তুলেছিল। এই ৫ ম্যাচের টেস্ট সিরিজে তিনি ৩ ম্যাচে মাত্র ৩১ রান সংগ্রহ করেছিলেন। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের মাটিতেও রোহিত শর্মা (Rohit Sharma) সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে আসন্ন জুন মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দল (ENG vs IND) থেকে নির্বাচকরা রোহিতকে বাইরে রাখতে চাইছিলেন। ফলে সূত্র অনুযায়ী এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এই তারকা ব্যাটসম্যান চাপের মুখে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।