"রোহিতকে দলে নেওয়াই উচিত নয়.." কংগ্রেস নেত্রীর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদের !! 1

ভারতীয় ক্রিকেট দলকে একাধিক সফল অধিনায়ক বছরের পর বছর ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বর্তমানে রোহিত শর্মাও (Rohit Sharma) দলকে একাধিক সফলতা এনে দিয়েছেন। তার নেতৃত্বেই চলমান চ্যাম্পিয়ন্স (CT 2025) ট্রফিতে ‘মেন ইন ব্লু’-রা সেমিফাইনালে প্রবেশ করেছে। এর মধ্যেই সম্প্রতি রোহিত শর্মার (Rohit Sharma) শারীরিক গঠন নিয়ে অপমানজনক মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ (Shama Mohamed)। যা নিয়ে ক্রিকেট সহ রাজনৈতিক মহলেও রীতিমতো হইচই পড়ে গেছে। এবার এই বক্তব্যকেই সমর্থন করে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় (Saugata Roy)। শামার (Shama Mohamed) সুরে তাল মিলিয়ে এবার তিনিও সমালোচনার মুখে পড়লেন।

রোহিতকে নিয়ে বিতর্কের সূত্রপাত-

"রোহিতকে দলে নেওয়াই উচিত নয়.." কংগ্রেস নেত্রীর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদের !! 2
Rohit Sharma | Image: Getty images

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma) মাত্র ১৫ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। তারপরই কংগ্রেস নেত্রী শামা মহম্মদ (Shama Mohamed) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “ক্রিকেটার হিসেবে রোহিত শর্মা (Rohit Sharma) খুবই মোটা। খুব তাড়াতাড়ি ওজন কমানো উচিত‌। রোহিত আগের অধিনায়কদের মতো একদম আকর্ষণীয়ও নন।” এরপরই ক্রিকেট সহ রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় ওঠে। চাপের মুখে পড়ে কংগ্রেস মুখপাত্র পোস্ট মুছে দেন। শামা মহম্মদ (Shama Mohamed) মন্তব্যের সাফাই দিয়ে বলেছিলেন, “রোহিত শর্মাকে আমি অপমান করতে চাইনি। আমি একটি সাধারণ পোস্ট করেছিলাম। আমার মনে হয়েছিল একজন ক্রিকেটারের ফিট হওয়া উচিত। ভারতীয় অধিনায়কের শারীরিক গঠন নিয়ে অপমান করার উদ্দেশ্য আমার ছিল না।”

রোহিতকে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল সাংসদ-

"রোহিতকে দলে নেওয়াই উচিত নয়.." কংগ্রেস নেত্রীর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদের !! 3
Rohit Sharma | Image: Getty images

শামা মহম্মদের অপমানজনক পোস্টের বিশেষ করে বিজেপির মুখপাত্ররা তীব্র জবাব দেন। শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla) রাহুল গান্ধীর ব্যর্থতার প্রসঙ্গ তুলে এনে কটাক্ষ করেন। তবে এবার বর্ষিয়ান তৃণমূল সাংসদ ,সৌগত রায় (Saugata Roy) শামা মহম্মদের পাশে দাঁড়িয়ে রোহিত শর্মাকে নিয়ে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন। তিনি বলেন, “রোহিতের (Rohit Sharma) সম্পর্কে শামার মন্তব্যটিকে আমি সমর্থন করছি‌। কংগ্রেস নেত্রী একজন ক্রিকেট সমর্থক হিসেবে বলেছেন, রাজনীতিবিদ হিসেবে নন। ভারতীয় অধিনায়ক ২,৫,১০ এবং ২০ রান করে আউট হয়ে যান। রোহিত শর্মাকে (Rohit Sharma) দলে নেওয়াই উচিত নয়। অধিনায়ক হিসেবে একেবারেই যোগ্য নন তিনি। শামা মহম্মদ যা বললেন একদম সঠিক। রোহিত নিজের ওজন নিয়ে একটুও ভাবেন না।” সৌগত রায় (Saugata Roy) এখানেই থেমে থাকেননি নতুন অধিনায়ক হিসেবে জসপ্রীত বুমরাহের নাম প্রস্তাব করেন। তিনি বলেন, “ভারতীয় দলে অনেক নতুন ক্রিকেটার আসছেন। যদি ফিটনেসের কথা বলা হয় তাহলে জসপ্রীত বুমরাহের অধিনায়ক হওয়া উচিত। উনি বর্তমানে চোট পেয়েছেন। শ্রেয়স আইয়ারও অধিনায়ক হিসেবে আসতে পারেন।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *