ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে রুদ্ধশ্বাস টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় দল প্রস্তুত, ব্রিসবেন গাব্বা-র ঐতিহাসিক মাঠে মুখোমুখি হয়েছে দুই দল। আপাতত প্রথম দিনে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে খেলা। পরস্পর তিন টেস্টে টস জিতলো টিম ইন্ডিয়া। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত টানেন রোহিত শর্মা (Rohit Sharma)। আজকের টেস্টেও দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। তবে গাব্বা টেস্টের নায়ককে দলে শামিল করতে ভুলেই গিয়েছেন রোহিত শর্মা। রোহিতের নাকি ক্ষুদ্র স্মৃতিশক্তি। তার মধ্যে ভুলে যাওয়ার একটি প্রবণতা রয়েছে। আজ তিনি সত্যিই বড় ভুল করে ফেলেছেন।
প্রসঙ্গত, গাব্বা-জয়ের নায়ক হিসেবে পরিচিত ঋষভ পন্থ (Rishabh Pant) কারণ তিনিই হয়েছিলেন ম্যাচ সেরা। তবে, পন্থ নন ‘গাব্বা’ জয়ের আরও একজন নায়ক ছিলেন ওয়াসিংটন সুন্দর (Washington Sundar)। ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডার বর্তমান সময়েও বেশ ফর্মে রয়েছেন। তিনি নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে নিজের জায়গা বানিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেও খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। বেশ ভালো অবদানও রেখেছিলেন তিনি। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩৩ রান বানিয়েছিলেন এবং ২ উইকেট তুলে নিয়েছিলেন।
গাব্বা টেস্টের নায়ককে বাদ দিলেন রোহিত
ভালো পারফর্মেন্স দেখালেও ওয়াসিংটনকে দ্বিতীয় টেস্টে সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। অ্যাডিলেড টেস্টে তার বদলে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) খেলার সুযোগ পান। অশ্বিন ভালো ব্যাটিং করলেও বল হাতে তাকে ছন্দে দেখা যায়নি। যে কারণে তৃতীয় টেস্টেও প্রয়োজন ছিল পরিবর্তনের। তৃতীয় টেস্টে দলে পরিবর্তন হিসাবে দেখা যায়। তবে হার্ষিত রানার জায়গায় এন্ট্রি নেন আকাশ দীপ এবং অশ্বিনের জায়গায় এন্ট্রি নিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
তবে ওয়াসিংটন সুযোগ না পেতে সমাজ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। আসলে,ভারতীয় তারকা খেলোয়াড় ২০২০-২১ সালে ব্রিসবেনের টেস্টে ব্যাট ও বল হাতে তান্ডব করেছিলেন। গতবার গাব্বায় ব্যাট হাতে দুই ইনিংস জুড়ে ৮৪ রান বানিয়েছেন এবং বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। গাব্বা জয়ের অন্যতম সেরা প্লেয়ার ছিলেন তিনি, তবে তাকে তৃতীয় টেস্টে শামিল করেননি ক্যাপ্টেন রোহিত।