অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে বেঁচে থাকা বাঁকি তিনটি ম্যাচেই জয়লাভ করতে হবে। যদি ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে চায় তাহলে এই তিনটি ম্যাচই ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভক্তরা বাকি থাকা তিন ম্যাচে তারকা পেসার মোহাম্মদ শামিকে (Mohammed Shami) ভারতীয় দলে দেখতে চাইছে বলে আর্জি জানাচ্ছে। আসলে মোহাম্মদ শামি চোটের কারণে আপাতত গত এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুরেই রয়েছেন। তবে খুব শীঘ্রই জাতীয় দলে ফিরতে পারেন তিনি তাকে পর্যবেক্ষণ করছে বিসিসিআই মেডিকেল টিম। তবে ক্যাপ্টেন রোহিত শর্মা মোহাম্মদ শামিকে নিয়ে বড় আপডেট দিয়েছেন।
শামিকে নিয়ে বড় আপডেট দিয়েছিলেন রোহিত
অ্যাডিলেটে দ্বিতীয় টেস্ট ম্যাচে পরাজয়ের পর ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) মহম্মদ শামিকে নিয়ে মন্তব্য করে জানিয়েছেন যে তিনি এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। বেশ কিছুদিন আগে তিনি নাকি আবার চোট পেয়েছেন যে কারণে পুরোপুরি সুস্থ না হলে তাকে অস্ট্রেলিয়াতে আনা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন। মন্তব্য করে তিনি আরও জানিয়েছেন যে, “আমরা সবকিছুর উপরে নজর রাখছি, শামি এখন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে টি-টোয়েন্টি খেলছেন। শুনেছিলাম ওনার হাঁটুতে চোট লাগার কারণে ফুলে গিয়েছে। আমরা তার (চোটের) বিষয়টি নিয়ে খুবই সতর্ক। আমরা চাই না তাড়াতাড়ি তাকে অস্ট্রেলিয়াতে এনে কোন সমস্যা তৈরি করতে।”
Read More: অ্যাডিলেড টেস্ট হারতেই অবসরের ঘোষণা অশ্বিনের, মস্ত বড় সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি !!
মোহাম্মদ শামি একজন বিশ্বমানের বোলার, তবে গত এক বছর ধরে চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সম্ভব হয়নি তার। ঘরোয়া ক্রিকেটে তাকে গুটিকয়েক ম্যাচে খেলতে দেখা গিয়েছে কয়েকদিনের মধ্যে। এখনও পর্যন্ত বিসিসিআইয়ের মেডিকেল টিম তাকে অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত বলে মনে করেনি। এই প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন মোহাম্মদ শামির মতন বোলারকে সবসময় টিমে দরকার তবে তার ফিরে আসার জন্য কোন রকম চাপ সৃষ্টি করতে চাই না। ফিজিও এবং ট্রেনাররা সবসময় ওনাকে পর্যবেক্ষণে রাখছেন। চার ওভার বোলিং করা এবং কুড়ি ওভার মাঠে দাঁড়িয়ে থাকার পর কেমন তিনি অনুভব করছেন তার ওপরে নজর রাখাটা গুরুত্বপূর্ণ। মেডিকেল টিমের কাছ থেকে চূড়ান্ত রিপোর্ট আসার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মোহাম্মদ শামির জন্য দরজা সব সময় খোলা রয়েছে।”
সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দাপিয়ে বেড়াচ্ছেন শামি
রোহিত শর্মার এই বয়ানে অবশ্যই কিছু গলদ রয়েছে! এমনটাই মনে করছে ক্রিকেট ভক্তরা। দীর্ঘ এক বছর ক্রিকেটের বাইরে থাকার পরেই চোট সারিয়ে বাংলা দলে ফিরতে দলের পারফরমেন্সের উন্নতিতে বড় ভূমিকা পালন করেছেন তিনি। রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ খেলেছেন, তাছাড়া চলতি সময়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তাকে খেলতে দেখা যাচ্ছে। এই টুর্নামেন্টে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ডাইভ দিয়ে বল ধরতে গিয়েছিলেন তিনি যার কারণেই হাটুতে সামান্য ফোলা ভাব লক্ষ্য করা গিয়েছে। তবে এরপর শামিকে আরো কয়েকটি ম্যাচে খেলতে দেখা গিয়েছে।
রোহিত কীভাবে হাঁটুর ফুলে যাওয়ার কথাটা বললেন, সেটা শুনে অবাক হয়েছে বাংলা শিবির। বঙ্গ শিবির থেকে জানানো হয়েছে শামির চোট টি কোনো বড় বিষয় নয়। বঙ্গ শিবির জানিয়ে দিয়েছে শামি পুরোপুরি সুস্থ এবং তাকে পুরানো ছন্দেও দেখা যাচ্ছে। এমনকি আজকে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে শামি ব্যাট হাতে ১৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩২ রান বানিয়েছেন এবং বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।