পার্থে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্টে দুর্দান্ত প্রদর্শন দেখানোর পর টিম ইন্ডিয়া অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে চলা পিঙ্ক বল টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রথম ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও তারকা ব্যাটসম্যান শুভমান গিলকে (Shubman Gill) ছাড়াই শুরু ভারতীয় দল অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে পরাস্ত করে বর্ডার গাভাস্কার সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে। তবে দ্বিতীয় টেস্টেই দলে ফিরতে চলেছে দলের দুই তারকা ব্যাটসম্যানই। রোহিত ফিরতেই দলের ওপেনিং ব্যাটিং কে করবেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
দ্বিতীয় টেস্টের আগে মুখ খুললেন রোহিত
গতকাল সাংবাদিক সম্মেলনীতে কেএল রাহুলকে ওপেনিং কে করবেন সে বিষয়ে আপডেট জানতে চাওয়া হলে রাহুল সাফ জানিয়ে দেন তিনি এবিষয়ে নিজের মতামত পেশ করবেন না, বদলে তিনি ক্যাপ্টেন রোহিত শর্মার থেকে সাংবাদিকদের উত্তর সংগ্রহ করতে জানিয়ে দিয়েছিলেন। আজ সাংবাদিক সম্মেলনীতে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়ে দিয়েছেন দিন-রাতের টেস্টে যশস্বী জয়সওয়ালের (Yashavi Jaiswal) সঙ্গে ওপেন করতে নামবেন কেএল রাহুলই (KL Rahul)। তাঁর মতে, দলের যে কৌশলে সাফল্য এসেছে তা অহেতুক বদলে দেওয়ার কোনও প্রয়োজন নেই। তাছাড়া, রাহুলের জন্য রোহিত নিজে মিডল অর্ডারে নামবেন সেটাও জানিয়েছেন।
Read More: Rohit Sharma: চমকে দিলেন মুম্বই মালকিন নীতা আম্বানি, হার্দিক-রোহিত নয় এই খেলোয়াড়কে দিচ্ছেন মুম্বইয়ের অধীনায়কত্ব !!
রাহুলের সাথে ওপেনিং করবেন যশস্বী
রাহুলের প্রথম টেস্টের ব্যাটিং বেশ উপভোগ করেছেন রোহিত। এ প্রসঙ্গে, রোহিত শর্মা বলেছেন, বাড়িতে বসে ছেলেকে কোলে নিয়ে রাহুলের ব্যাটিং দেখেছেন। তিনি বলেন, “বাড়িতে বসে ছেলেকে কলে নিয়েই রাহুলের ব্যাটিং উপভোগ করেছি। অসাধারণ খেলেছে ও। তাই এই মুহূর্তে ওর ব্যাটিং পজিশন বদলানোর কোনও প্রয়োজন নেই। আমার মনে হয় ওপেনিং করার জন্য ও যোগ্য ক্রিকেটার।” তবে এখানেই থেমে থাকেননি রোহিত। মন্তব্য করে আরও বলেছেন যে, “কেএলের ওপেন করা নিয়ে কোনও দ্বিমত নেই। যশস্বীর সাথে জুটি বেঁধে ও বেশ ভালোই খেলেছে, ওর ওপেনিং জুটিতে প্রথম টেস্টে আমরা জয়লাভ করেছি। যে ভাবে বিদেশের মাটিতে ও ব্যাট করে তা প্রশংসনীয়। আমি মাঝের দিকে কোনো এক জায়গায় নামবো। এই সিদ্ধান্ত নিতে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। ব্যাক্তিগত ভাবে আমার পক্ষে নিচের দিকে খেলা কঠিন। তবে দলের স্বার্থে এই সিদ্ধান্তটি খুবই সহজ ছিল।” অ্যাডিলেড টেস্টের আগেই অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) একাদশ ঘোষণা করলেও রোহিত শর্মা ভারতীয় একাদশ নিয়ে এখনও কোনো খোলাসা করেননি।