টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) অবসর ঘোষণা করার পর তাদের ওডিআই ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। তারা ২০২৭ একদিনের বিশ্বকাপের (ODI WC 2027) পরিকল্পনার বাইরে চলে গেছেন বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। সম্প্রতি একদিনের ক্রিকেটে শুভমান গিলকে (Shubman Gill) এনে বার্তা স্পষ্ট করে দেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে আবারও রো-কো জুটি নিজেদের প্রমাণ করে জ্বলে উঠলেন। ব্যাট হাতে দিলেন জাতীয় নির্বাচকদের স্পষ্ট বার্তা। গতকাল কোহলি শতরান করার পর আবেগ ধরে রাখতে পারেননি হিটম্যান। তার অভিব্যক্তিতে ধরা পড়ে আগ্রাসন। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read More: ‘গন্ডারের চামড়া দরকার..’, গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাহির খান !!
বিরাট কোহলির যোগ্য জবাব-

রাঁচির মাটিতে এর আগেও ব্যাট হাতে সফল হয়েছিলেন বিরাট। গতকাল ম্যাচে গুরুত্বপূর্ণ সময় রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান তিনি। হিটম্যান দুরন্ত অর্ধশতরান করে আউট হয়ে গেলেও তার দুরন্ত ইনিংস দলকে আত্মবিশ্বাস জোগায়। রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad), ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) মতো তরুণ ব্যাটসম্যানরা ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে দুরন্ত সেঞ্চুরি করেন বিরাট।
এটা ছিল তার আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের ৫২ তম শতরান। ম্যাচে ১২০ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১১ টি চার এবং ৭ টি ছয়। এর ফলে ভারত প্রথম ইনিংসে ৩৪৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।তিনি হাঁকান ১১ টি চার এবং ৭ টি ছয়। শেষ পর্যন্ত কুলদীপ যাদব (Kuldeep Yadav), হর্ষিত রানার (Harshit Rana) বিধ্বংসী বোলিং’এ ব্লু ব্রিগেডরা ১৭ রানে জয় ছিনিয়ে নেয়।
রোহিতের ভিডিও ভাইরাল-

শতরান করার মুহূর্তে বিরাট কোহলির (Virat Kohli) আবেগের বাঁধ ভেঙে যায়। তিনি লাফিয়ে উঠে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। গলার লকেটে চুম্বন করেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। সেই সময় সতীর্থ থেকে কোচিং স্টাফেরা পর্যন্ত উঠে দাঁড়িয়ে কিং কোহলিকে কুর্নিশ জানান। এইরকম স্মরণীয় মুহূর্তে রোহিত শর্মার অভিব্যক্তি ক্যামেরার সামনে চলে আসে। দেখা যায় হিটম্যান কার্যত গালাগালি দিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন।
দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েনের কোহলি সঠিক জবাব দিয়েছেন বলেই হিটম্যান মনে করছেন। তার শারীরিক ভঙ্গিমায় সেই ছবি ফুটে ওঠে। ফলে ভিডিওটি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত দুরন্ত শতরান করার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন বিরাট। তিনি এখনও পর্যন্ত ৭০ টি আন্তর্জাতিক ম্যাচে সেরার পুরস্কার জিতেছেন। ৩০৬ টি ওডিআই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোট ১৪,৩৯০ রান।