দেশের জন্য অসুস্থ অবস্থাতেও মাঠে রোহিত, আবারও মুগ্ধ করলেন অধিনায়ক !! 1

চ্যাম্পিয়ন্স ট্রফির  (CT 205) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজ রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে। দুবাইতে ম্যাচে প্রথম থেকেই ‘মেন ইন ব্লু’-দের দাপট লক্ষ করা যাচ্ছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্যেও রোহিত শর্মা সম্পূর্নরূপে প্রস্তুত। তার মতো অভিজ্ঞ অধিনায়ক দলকে সবসময় অনুপ্রেরণা জোগায়। এবার অসুস্থতার মধ্যেও বাংলাদেশের বিপক্ষে আজ মাঠে নেমে দৃষ্টান্ত তৈরি করলেন তিনি। দেশের জন্য এইরকম আত্মত্যাগ প্রশংসিত হচ্ছে ক্রিকেট মহলে।

Read More: CT 2025 IND vs BAN: “কোন তুলনাই চলে না…” বাংলাদেশকে হারালো ভারত, সোশ্যাল মিডিয়ায় শুরু রবিবারের কাউন্টডাউন !!

সাংবাদিক বৈঠকে কাশছিলেন রোহিত শর্মা-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

গতকাল দুবাইয়ে অনুশীলনের আগে ভারতীয় অধিনায়ক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। ১৭ মিনিট ৪১ সেকেন্ডের সাংবাদিক বৈঠকে তাঁকে ১২ বার কাশতে দেখা যায়। কখনও রোহিত (Rohit Sharma) খুকখুক করে কাশছিলেন আবার কখনও বেশ জোরে। এই কারণেই তিনি ক্ষমাও চান। কিন্তু ভারতীয় অধিনায়ককে পাশ থেকে জলের বোতল এগিয়ে দেওয়া হলে তিনি ঠিক আছেন বলে জানিয়ে দেন। তবে সাংবাদিক বৈঠকের পর থেকেই রোহিত শর্মার (Rohit Sharma) শারীরিক পরিস্থিতি নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়। উল্লেখ্য গত দুদিন ধরে দুবাইতে বৃষ্টি হচ্ছিল এবং আবহাওয়া কিছুটা ঠান্ডাও আছে। সেই কারণেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন অধিনায়ক।

ম্যাচ চলাকালীনও কাশতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে-

Rohit Sharma | Image: Twitter
Rohit Sharma Dropped a Sitter At Slip | Image: Twitter

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে প্রথম ইনিংসে বোলিং করতে নেমে বিধ্বংসী হয়ে উঠেছিল ভারতীয় দল। বল হাতে চাপ বাড়াতে থাকেন মহম্মদ শামি, হর্ষিত রানা সহ অক্ষর প্যাটেল। ফলে টাইগারদের মাত্র ৩৫ রানে ৫ উইকেট পড়ে যায়। একটুর জন্য হ্যাটট্রিক করতে পারেননি অক্ষর (Axar Patel)। হ্যাটট্রিক বলে ক্যাচ উঠলেও রোহিত শর্মা (Rohit Sharma) ধরতে ব্যর্থ হন। অন্যদিকে ভারতীয় অধিনায়ককে ম্যাচ চলাকালীন একাধিকবার কাশতে লক্ষ করা যায়। এই কাশির জন্য নিজের প্রতিও তিনি বিরক্তি প্রকাশ করেন। কিন্তু সবকিছু উপেক্ষা করে ভারতীয় দলকে সামনে থেকে রোহিত নেতৃত্ব দিচ্ছেন। প্রমাণ করছেন কেন তিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক।

রোহিত শর্মার সাম্প্রতিক পারফরম্যান্স-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০২৪-২৫ বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় অধিনায়ক ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ফর্মে ফিরেছেন রোহিত (Rohit Sharma)। তিনি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯০ বলে ১১৯ রানের মনমুগ্ধকর ইনিংস খেলেন। তাই ৩৮ বছর বয়সী এই ভারতীয় অধিনায়কের এখনও ক্রিকেটকে অনেক কিছু উপহার দেওয়া বাকি বলে অনেকেই মনে করছেন।

Also Read: “আমার পছন্দের একটি…” বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচের সেরা হলেন শুভমান গিল, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *