অস্ট্রেলিয়া সিরিজেই অবসর নেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, ফাঁস হলো অন্দরের খবর !! 1

ভারতীয় ক্রিকেট দুনিয়ায় নেমে এসেছে এক আবেগঘন অধ্যায়ের শেষ প্রহর। দীর্ঘ দুই দশক পর উজ্জ্বল যাত্রা শেষ হতে চলেছে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি তারকা রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) ক্যারিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে আবার দুই কিংবদন্তিকে মঞ্চ মাতাতে দেখতে পাওয়া যাবে। তবে, সূত্রের দাবি, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে চলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। বিসিসিআইয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দুই তারকাই ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে করে ফেলেছেন। তাঁরা বোর্ডকে জানিয়ে দিয়েছেন এই সিরিজটিকেই বিদায়ের মঞ্চ হিসাবে দেখছেন তাঁরা।

ক্যাপ্টেন্সি  হাতছাড়া হলো রোহিতের

রোহিত শর্মা, ভারতীয় দল, bcci
Rohit Sharma | Image: Getty Images

অস্ট্রেলিয়া সিরিজে রোহিত শর্মাকে (Rohit Sharma) ক্যাপ্টেন্সি থেকে ছাঁটাই করা হয়েছে। তাঁর জায়গায় শুভমান গিলকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুভমান আগামী ২০২৭’এর ওডিআই বিশ্বকাপেও ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। রোহিত শর্মার নেতৃত্বে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। তবুও রোহিতকে ছাড়াই নতুন অধিনায়ক বেছে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কোটি কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয় জয় করেছেন রোহিত। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে একের পর এক ঐতিহাসিক ইনিংসের পরিচয় দিয়েছেন তিনি। ওডিআই ফরম্যাটে তিনটি ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত। এমনকি, তাঁর নেতৃত্বে ভারতের ফল বেশ ভালোই ছিল। টিম ম্যানেজমেন্ট আর রোহিতকে নিয়ে এগিয়ে যেতে চাইছে না তাই তাঁর অবসর ছাড়া আর কোনো পথ নেই।

Read More: জোর করেই ক্যাপ্টেনসি থেকে সরানো হয়েছে রোহিত শর্মাকে, প্রাক্তন কোচ করলেন কনফর্ম !!

অন্যদিকে বিরাট কোহলির কথা বলতে গেলে তিনি আধুনিক ক্রিকেটের এক অবিস্মরণীয় নাম। তাঁর আগ্রাসী ব্যাটিং, নিখুঁত ফিটনেস, আর অপরাজেয় মানসিকতা ভারতীয় ক্রিকেটের এক উল্লেখযোগ্য রূপ স্থাপিত করেছে। বিরাট কোহলি সব ফরম্যাটেই আধিপত্য বিস্তার করেছে। সম্প্রতি বিসিসিআই দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা করেছে। যাতে বিরাট কোহলির মতন কিংবদন্তি খেলোয়াড়কে রাখতে চাইছে না দল। এমনকি, বোর্ড কোহলি বা রোহিত দুজনকেই ২০২৭’ এর বিশ্বকাপ পরিকল্পনায় রাখছে না। যে কারণে, তাঁদের মনে অবসর ভাবনায় টেনে এনেছে।

অবসর নিতে চলেছেন রোহিত ও বিরাট

Champions trophy 2025, এশিয়া কাপ, ভারত, team india
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “রোহিত ও বিরাট দুজনেই দেশের জন্য যা করেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ২০২৭- এর বিশ্বকাপের জন্য এখনও অনেক সময় বাঁকি রয়েছে। তাঁরা এখন দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এমনকি এখন ওডিআই খেলা সেভাবে হয়না। এই অস্ট্রেলিয়া সিরিজ সম্ভবত সেই সময় তাদের বিদায়ী সিরিজ হিসাবে বেছে নেওয়ার।” বেশ কয়েকদিন আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত ও কোহলিকে সম্মান দিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Read Also: ‘ইয়েসম্যান বলেই সুযোগ পেয়েছে’, হর্ষিত রানা দলে এন্ট্রি পেতেই বিস্ফোরক সুনীল গাভাস্কার, গম্ভীরের নিলেন একহাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *