অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে রোহিত-বিরাট, কিন্তু একাদশে সুযোগ দেবে না শুভমান গিল !! 1

শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সাদা বলের সিরিজ। এই সিরিজে টিম ইন্ডিয়ার উদ্দেশ্য হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের। ভারতীয় দল সম্পূর্ণরূপে নতুন রূপে ওডিআই সিরিজ খেলতে চলেছে। অক্টোবরের ১৯ তারিখ থেকেই শুরু হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়ার এই খেলাটি। ইতিমধ্যেই গত সপ্তাহে বিসিসিআই এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ওডিআই সিরিজে দলে ফিরেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যদিও দুজনেই ব্যাটসম্যান হিসাবে দলে সুযোগ পেয়েছেন, ক্যাপ্টেন্সির দায়িত্ব পাননি রোহিত শর্মা। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল (Shubman Gill)।

ক্যাপ্টেনসি হারিয়েছেন রোহিত শর্মা

রোহিত শর্মা, ভারতীয় দল, bcci
Rohit Sharma | Image: Getty Images

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজকে বিশ্বকাপ ২০২৭’এর পাখির চোখ হিসাবে দেখতে চাইছে ভারতীয় দল। সিরিজ শুরু হওয়ার আগেই বড় খবর সামনে এসেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। তবুও, এই দুই অভিজ্ঞ তারকার নাকি প্রথম একাদশে থাকার সম্ভাবনা খুবই কম। নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যাচ্ছে, এই সিরিজে তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দিতে চায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক।

Read More: ভারত সফরে বড়ো বিপত্তি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অস্ট্রেলিয়ার ‘এ’ দলের একাধিক তারকা !!

মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) জানিয়ে দিয়েছেন, এখন আগামী চক্রের দিকে নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে নতুন রূপে দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। শুভমান গিলকে অধিনায়ক হিসেবে দেখা যাবে এই সিরিজে, আর তাঁর নেতৃত্বেই দলে তরুণদের এগিয়ে আসতে দেখতে পাওয়া যাবে। এই সিরিজে ওডিআই দলে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer)। সদ্য ‘অস্ট্রেলিয়া এ’ দলের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেছেন। বিগত কয়েক বছর ধরে এই ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছেন আইয়ার। যে কারণেই তাঁর উপর দায়িত্ব দিয়েছে বোর্ড।

একাদশে সুযোগ নেই রোহিত-কোহলির

Rohit Sharma and Virat Kohli, gambhir, bcci,team india, সৌরভ গাঙ্গুলি, ind vs pak
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

জানা গেছে, এই সিরিজে রোহিতের জায়গায় তরুণ জয়সওয়াল এবং শুভমান ওপেনিং করবেন এবং বিরাটের জায়গা নেবেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel) যিনি বর্তমানে ভারতীয় টেস্ট দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স করছেন। বোর্ডের এক সূত্রের দাবি, “রোহিত ও কোহলি দুজনেই বর্তমানে দলের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তবে ২০২৭’এর বিশ্বকাপের জন্য তারা এখনও স্পষ্ট নন। তাদেরকে এই সিরিজে দলে নেওয়া অভিজ্ঞতা প্রদানের জন্য। নতুন মুখদের এই সিরিজে দেখতে চায় বোর্ড।” প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও নির্বাচক অজিত আগারকর (Ajit Agarkar) এই ঝুঁকি নিতে রাজি। তাঁদের যুক্তি, ২০২৭ সালের বিশ্বকাপকে লক্ষ্য করেই এখন থেকেই পরিবর্তনের শুরু দরকার।

Read Also: “BCCI বিশ্বাসঘাতকতা করেছে..”, রোহিত শর্মাকে সরানোয় বিস্ফোরক সৌরভ গাঙ্গুলী, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *