'রোহিত-বিরাট ৭ কোটির যোগ্য নন..", BCCI সচিবের বিস্ফোরক মন্তব্য ঘিরে চাঞ্চল্য ক্রিকেট মহলে !! 1

ভারতীয় ক্রিকেটের অসংখ্য তারকা বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে শীর্ষ তালিকায় রয়েছে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও ওডিআই ক্রিকেটে তারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করছেন। এই ফরম্যাটে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন তারা। তবে এই দুই তারকা আসন্ন ২০২৭ বিশ্বকাপে (ODI WC 2027) দলে জায়গা পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। এই নিয়ে জাতীয় নির্বাচকদের থেকে স্পষ্ট কোনো বার্তা আসেনি। এর মধ্যেই এবার কিং কোহলি এবং হিটম্যানের বার্ষিক উপার্জন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই (BCCI)।

Read More: টি-20 বিশ্বকাপের আগে চিন্তার, গুরুতর চোট পেয়ে ছিটকে যাওয়ার পথে তারকা খেলোয়াড় !!

উপার্জন কমছে বিরাট-রোহিতের-

গম্ভীর,ভারত bcci, ind vs sa,
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

বর্তমানে ভারতীয় ক্রিকেটে গ্ৰেড-এ+ বিভাগে রয়েছে মাত্র ৪ জন ক্রিকেটার। তারা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এই তারকা ক্রিকেটাররা বিসিসিআইয়ের পক্ষ থেকে বার্ষিক ৭ কোটি টাকা উপার্জন করে থাকেন। অন্যদিকে গ্ৰেড-এ বিভাগে আছেন বর্তমানে দুই ফরম্যাটের অধিনায়ক শুভমান গিল। তিনি বিসিসিআইয়ের কাছ থেকে বছরে ৫ কোটি টাকা পান। এছাড়াও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রয়েছেন গ্ৰেড বি’তে।

তার বার্ষিক উপার্জনের পরিমাণ ৩ কোটি টাকা। খুব তাড়াতাড়ি বিসিসিআই ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করতে চলেছে। সূত্র অনুযায়ী এই তালিকায় আর গ্ৰেড এ+ বিভাগ থাকবে না। এই ক্যাটাগরিতে থাকার মতো জসপ্রীত বুমরাহ বাদে আর কোনো ক্রিকেটার যোগ্য নন বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। শুধুমাত্র একজন ক্রিকেটারের জন্য এই গ্ৰেড রাখা সম্ভব নয় বলেই কর্মকর্তারা মনে করছেন।

স্পষ্ট জানালেন বোর্ড সচিব-

Ind vs aus
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devjit Saikia) রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে এ+ ক্যাটাগরি থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বর্তমানে তিন ফরম্যাটে খেলেন না তাই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে স্পষ্ট করা হচ্ছে। বোর্ড সচিব বলেন, “কেন্দ্রীয় চুক্তির পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটারদের তালিকা খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। আমরা একটি ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

এ+ বিভাগে যারা রয়েছেন তারা কেউ তিন ফরম্যাটে খেলেন না। এই ক্যাটাগরির জন্য আমরা যে যোগ্যতা নির্ধারণ করেছি তাতে কেউ নেই। তাই আমরা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” ফলে রোহিত (Rohit Sharma) এবং বিরাট (Virat Kohli) আর বার্ষিক ৭ কোটি টাকা পাওয়ার যোগ্য নন বলেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। অন্যদিকে জসপ্রীত বুমরাহকে এ+ ক্যাটাগরি থেকে সরিয়ে দেওয়া হলেও তার আর্থিক উপার্জনের পরিমাণ যেন না কম হয় সেই বিষয়ে কর্মকর্তারা আলোচনা করছেন।

Read Also: পলাশকে পিটিয়ে ছাতু করেন হরমনপ্রীতরা, স্মৃতি মান্ধানার বিয়ে ভাঙ্গা নিয়ে এল চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *