ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআই (BCCI) কর্মকর্তাদের দীর্ঘ পরিকল্পনা থাকে। আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) অনুষ্ঠিত হতে চলেছে। এরপর ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) অনুষ্ঠিত হবে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) পরবর্তী একদিনের বিশ্বকাপে অংশগ্রহণ করবেন কিনা তা নিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের (Ajit Agarkar) রীতিমতো সন্দেহ ছিল। তারা মূলত তরুণ ক্রিকেটারদের ওপরেই ভরসা রাখতে চেয়েছিলেন। কিন্তু এই অভিজ্ঞ তারকা জুটি সাম্প্রতিক সময় আবারও নিজেদের প্রমাণ করেছেন। আইসিসির ব্যাটিং র্যাঙ্কিং’এর শীর্ষে জায়গা করে নিয়ে যোগ্য জবাব দিলেন তারা।
Read More: “যোগ্যতা নেই বিচার করে”, রোহিত-বিরাটের ভবিষ্যতের বিষয়ে অজিত আগারকারকে কটাক্ষ হরভজনের !!
দুরন্ত ফর্মে রো-কো জুটি-

সম্প্রীতি অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরের আগে রহিত শর্মাকে (Rohit Sharma) ভারতীয় একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার বদলে শুভমান গিল (Shubman Gill) এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় ক্রিকেট মহলে সমালোচনার ঝড় ওঠে। এই সবের মধ্যেই অজিদের বিপক্ষে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ভরসা দেন হিটম্যান। সিরিজের তৃতীয় ম্যাচে সিডনিতে একটি দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন তিনি। ১২৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন।
এর সঙ্গেই ৩ ম্যাচে ২০২ রান সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন এই তারকা। এরপর দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) ওডিআই সিরিজে বিপক্ষে বিরাট কোহলি (Virat Kohli) নিজেকে মেলে ধরেন। সিরিজের প্রথম ম্যাচে রাঁচিতে ১২০ বলে ১৩৫ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেন। দ্বিতীয় ম্যাচেও তার ব্যাট থেকে ৯৩ বলে ১০২ রানের ইনিংস আসে। এই ইনিংস ভক্তদের মন আবারও জয় করে নিয়েছিল। ম্যাচের তৃতীয় সিরিজ নির্ধারণকারি ম্যাচেও কোহলি জ্বলে ওঠেন। ৪৫ বলে অপরাজিত ৬৫ রান করে দলকে ভরসা দিয়েছিলেন।
অপমানের যোগ্য জবাব-

রোহিত শর্মার (Rohit Sharma) বর্তমান বয়স ৩৮ বছর এবং বিরাট কোহলির (Virat Kohli) বয়স ৩৭ বছর। ফলে ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত তারা সম্পূর্ণ ফিট থেকে খেলা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই বিষয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) বলেন, “বিরাট এবং রোহিত দুজনেই ২০২৭ বিশ্বকাপ খেলবেন এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ নন। দলে জায়গা পেতে হলে তাদের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করতে হবে।”
তবে সময়ের চাকা ঘুরিয়ে রো-কো জুটি প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র সংখ্যা। সাম্প্রতিক পারফর্মেন্সের ভিত্তিতে তারা আইসিসি (ICC) ওডিআই ব্যাটিং রাঙ্কিং’এ শীর্ষে উঠে এসেছেন। বর্তমানে হিটম্যান এই তালিকায় ৭৮১ পয়েন্ট নিয়ে ১ নং স্থানে রয়েছেন। এর সঙ্গেই ৭৭৩ পয়েন্ট নিয়ে এই তালিকায় ২ নং স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি। উল্লেখ্য কিং কোহলি এখনও পর্যন্ত দেশের হয়ে ৩০৮ টি ওডিআই ম্যাচে মোট ১৪,৫৫৭ রান করেছেন। এছাড়াও হিটম্যানের এখনও পর্যন্ত দেশের হয়ে টি ২৭৯ ওডিআই ম্যাচে মোট রান ১১,৫১৬ রয়েছে।