বিপদের মুখে ODI ক্যারিয়ার, অজিদের বিপক্ষে সিরিজের আগেই রোহিতের অগ্নিপরীক্ষা !! 1

ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য প্রতিভাবান অধিনায়ক নিজেদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সাম্প্রতিক সময় রোহিত শর্মার (Rohit Sharma) হাত ধরে ব্লু ব্রিগেডরা টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2024) ট্রফি জয় করে। এর সঙ্গেই এই বছর চ্যাম্পিয়নস ট্রফিতে (CT 2025) চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়েছে ভারত। তবে হিটম্যান ইতিমধ্যেই টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সরে দাঁড়িয়েছেন। শুধুমাত্র তিনি ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন। তবে এবার এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে দিতে হবে কঠিন পরীক্ষা।

Read More: শেষ মুহূর্তে বন্ধের পথে ভারত-পাক এশিয়া কাপের ম্যাচ, দেশকে এগিয়ে রাখছেন তারকারা !!

ফিটনেস পরীক্ষা রোহিতের-

rohit-at-2nd-position-in-odi-rankings
Rohit Sharma | Image: Getty Images

২০২৭ ওডিআই বিশ্বকাপকে (ODI WC 2027) সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বিসিসিআই (BCCI)। শেষ একদিনের বিশ্বকাপে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ফাইনালে প্রবেশ করেছিল। তবে হিটম্যান নিজের ফিটনেস ধরে রেখে পরবর্তী বিশ্বকাপেও ব্লু ব্রিগেডদের এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন কর্মকর্তারা। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে রয়েছে ৩ ম্যাচের ওডিআই সিরিজ। তার আগেই এবার বিসিসিআই (BCCI) এই তারকা ব্যাটসম্যানের ফিটনেস পরীক্ষা করতে চলেছে‌।

সূত্র অনুযায়ী ৩০ এবং ৩১ আগস্ট বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের নতুন সেন্টর অফ এক্সিলেন্সে ইয়ো-ইয়ো টেস্ট দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। ফিটনেস পরীক্ষার জন্য ভারতীয় ক্রিকেটে ইয়ো-ইয়ো টেস্ট খুবই পরিচিত। এই টেস্টে পাশ করতে না পারলে তাকে দলের বাইরে চলে যেতে হবে। তবে ফিটনেস পরীক্ষার জন্য কঠিন ব্রঙ্কো টেস্ট চালু হবে বলে খবর সামনে এসেছে। এখন‌‌ই হিটম্যানকে এই কঠিন টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে কিনা তা জানা যায়নি। অন্যদিকে এই তারকা ব্যাটসম্যানের সঙ্গে কেএল রাহুলের‌ও (KL Rahul) ফিটনেস পরীক্ষা করা হবে।

বড়ো মঞ্চের ব্যাটসম্যান-

বিপদের মুখে ODI ক্যারিয়ার, অজিদের বিপক্ষে সিরিজের আগেই রোহিতের অগ্নিপরীক্ষা !! 2
Rohit Sharma | Images: Getty Images

রোহিত শর্মার (Rohit Sharma) বর্তমান বয়স ৩৮ বছর। ফিটনেস নিয়ে তিনি মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়েন। কিন্তু সাম্প্রতিক সময় বড়ো মঞ্চে যখনই নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন ব্যাট হাতে জ্বলে উঠেছেন। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে ৮৩ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন হিটম্যান। তার ব্যাট থেকে আসে ৩ টি ছয় ও ৭ টি চার। এর ফলে ৪ উইকেটে জয় তুলে নিয়ে ভারত ট্রফি জয় করে।

এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) রোহিত সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও দলের হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালেও ব্যাট হাতে দলকে প্রথম দিকে আত্মবিশ্বাস দিয়েছিলেন এই তারকা। উল্লেখ্য এখনও পর্যন্ত হিটম্যান ২৭৩ টি একদিনের ম্যাচে সংগ্রহ করেছেন ১১,১৬৮ রান। তিনি বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি ৫০ ওভারের ক্রিকেটে ৩ টি ডবল সেঞ্চুরি করেছেন।

Read Also: “দুটো ম্যাচেই জিতব..”, এশিয়া কাপের আগে ভারতের উদ্দেশ্যে হুঙ্কার দিলেন হারিস রাউফ‌‌‌ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *