বরোদায় ম্যাচ জয় পরেই রোহিত-গম্ভীরের নতুন সমীকরণ, ক্রিকেট মহলে শুরু জল্পনা !! 1

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলে আসার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছেন। গত বছর রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে শুভমান গিলকে (Shubman Gill) একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিয়ে আসা অনেক ক্রিকেট ভক্তই মেনে নিতে পারেননি। এই ফরম্যাট থেকেও হিটম্যানকে চাপ দিয়ে গম্ভীর অবসর নিতে বাধ্য করছেন বলেও জল্পনা তৈরি হয়। দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও খবর সামনে আসে। অন্যদিকে নেতৃত্বের দায়িত্ব ছাড়লেও ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত। এবার নিউজিল্যান্ডের (India vs New Zealand Series) বিপক্ষে ম্যাচ জয়ের পর গতকাল গম্ভীর এবং হিটম্যানের মধ্যে সম্পর্কের এক অন্যরকম ছবি সামনে উঠে এল।

Read More: রাহুলের ম্যাচ জয়ী বাউন্ডারিতে অনুষ্কা শর্মার নাচ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

ভারতের দুরন্ত জয়-

বরোদায় ম্যাচ জয় পরেই রোহিত-গম্ভীরের নতুন সমীকরণ, ক্রিকেট মহলে শুরু জল্পনা !! 2
IND vs NZ | Image: Getty Images

গতকাল বরোদায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে মাঠে নামে ভারতীয় দল। টসে জিতে শুভমান গিল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং করতে নেমে দলকে ভরসা দেন ডেভন কন‌ওয়ে (Devon Conway) এবং হেনরি নিকোলাস (Henry Nichollas)। তারা জুটি বেঁধে ১৩০ বলে ১১৭ রানের পার্টনারশিপ গড়েন। এরপর ড্যারিল মিচেলের (Daryl Mitchell) ৭২ বলে ৮৪ রানে ভর করে ভারতীয় দল প্রথম ইনিংসে ৩০০ রানে পৌঁছায়।

এই রান তাড়া করতে নেমে রোহিত শর্মা মাত্র ২৬ রান করে মাঠ ছাড়েন। এরপর শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে বিরাট কোহলি দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। কিং কোহলি আরও একটি দুরন্ত শতরানের কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন এই তারকা। গিলের ব্যাট থেকে আসে ৭১ বলে ৫৬ রান। এরপর শ্রেয়স আইয়ার‌ও (Shreyas Iyer) ৪৯ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেন। শেষ কেএল রাহুলের (KL Rahul) অপরাজিত ২৯ রানে ৪ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা।

কাছাকাছি রোহিত-গম্ভীর-

বরোদায় ম্যাচ জয় পরেই রোহিত-গম্ভীরের নতুন সমীকরণ, ক্রিকেট মহলে শুরু জল্পনা !! 3
Rohit Sharma and Gautam Gambhir | Image: Twitter

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে আসার পর থেকে তিনি তরুণ প্রজন্মের ক্রিকেটারদের বেশি গুরুত্ব দিচ্ছেন। বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) গত বছর হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এই সিদ্ধান্তের পিছনেও গম্ভীরের হাত রয়েছে বলে অনেক বিশেষজ্ঞ উল্লেখ করেছেন। এখানেই শেষ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয়ের পর একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে হিটম্যানকে সরিয়ে দেওয়া একাধিক প্রশ্নের জন্ম দেয়।

ফলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেই জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের জয়ের পর ডাগ‌আউটে এক ভিন্ন ছবি ধরা পড়ে। দেখা যায় উচ্ছ্বসিত গম্ভীর রোহিত শর্মাকে জড়িয়ে ধরেছেন। হিটম্যান‌ও আনন্দের সঙ্গে ভারতীয় দলের প্রধান কোচকে আলিঙ্গন করেন। ফলে দুজনের মধ্যে সম্পর্কে নতুন মোড় নিয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ২০২৭ বিশ্বকাপের আগে দলকে এই ছবি অনেকটাই আত্মবিশ্বাস দেবে বলেই জানাচ্ছেন ভক্তরা ।

Read Also: “BCCI’এর লজ্জা লাগা উচিত..”, ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার থাকায় কটাক্ষ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *