টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) নিয়ে মেতে উঠতে প্রস্তুত ক্রিকেট ভক্তরা। আসন্ন টুর্নামেন্টের ২০ টি দল তারা সর্বশক্তি দিয়ে লড়াই করবে। তার আগে বাংলাদেশ এই বিশ্বকাপ বয়কট করে রীতিমতো আলোচনা উঠে এসেছিল। টাইগার বাহিনী বাদ পড়ার পর স্কটল্যান্ড টি-টোয়েন্টির মহারণে সুযোগ পেয়েছে। ইতিমধ্যেই সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) সামনে রেখে শক্তিশালী টি-টোয়েন্টি দল প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। টুর্নামেন্টে মাঠে নামার আগে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে দুরন্ত ফর্মে রয়েছে ব্লু ব্রিগেডরা। বিশেষ করে নজর কেড়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। কোন তারকা তাকে অনুপ্রেরণা দেয় এবার সেই বিষয় জানালেন তিনি।
Read More: ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান, বিশ্বকাপকে ঘিরে বিতর্কের আগুনে ঘি ঢালল পিসিবি !!
দুরন্ত ফর্মে অভিষেক শর্মা-

ভারতীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন অভিষেক শর্মা। তিনি বর্তমানে আইসিসি (ICC) টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন এই তারকা। একের পর এক দুরন্ত ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দিচ্ছেন। নাগপুরে প্রথম ম্যাচে ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলেন।
এই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ৮ টি ছয়। দ্বিতীয় ম্যাচে খাতা না খুলতে পারলেও তৃতীয় ম্যাচে আবারও নিজের ব্যাটিং দাপট অব্যাহত রাখেন এই তারকা। আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ২০ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন। ৭ টি চার এবং ৫ টি ছয় হাঁকিয়ে মাত্র ১০ ওভারেই দলকে সাফল্য এনে দেন তিনি।
অভিষেকের মন্তব্য চর্চায়-

আসামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৪ বলে অর্ধশতরান করে নতুন নজির গড়েছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি দীর্ঘদিন যুবরাজ সিং (Yuvraj Singh)’এর কাছে কোচিং নিয়ে নিজের ব্যাটিং দক্ষতা আরও উন্নতি ঘটিয়েছেন। এই কিংবদন্তি ব্যাটসম্যানকে নিজের জীবনের অনুপ্রেরণা মনে করেন অভিষেক। তবে শুধুমাত্র যুবরাজ নন রোহিত শর্মাও (Rohit Sharma) তার আইডল বলে এবার স্পষ্ট জানিয়ে দিলেন। এই বিষয়ে ভারতের বর্তমান বিস্ফোরক টি-টোয়েন্টি ওপেনারের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তিনি বলেন, “আমি রোহিত ভাই এবং যুবি স্যার’এর থেকে অনেক কিছু শিখেছি। তারা দেশের জন্য অনেক অবদান রেখেছেন। তাদের ব্যাটিং আমায় সবসময় অনুপ্রাণিত করে।” ফলে এরপরই ভক্তরা মনে করছেন খুব তাড়াতাড়ি একদিনের ক্রিকেটেও ওপেনার হিসেবে অভিষেক শর্মাকে দেখা যাবে। ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) আগে একদিনের দলে এই বিস্ফোরক ব্যাটসমানকে আনার জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরাও।