আজ পাকিস্তানের বিরুদ্ধে ফের দুরন্ত ফর্মে অব্যাহত রোহিত শর্মা।গতম্যাচে আঙুলে চোট পেয়ে আপাতত তিন সপ্তাহ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শিখর ধাওয়ান।স্বাভাবিক ভাবেই তার চোট চিন্তায় ফেলেছিলো ভারতীয় দলকে কিন্তু এইদিন তার অভাব বুঝতে দিলেন না রোহিত ।শুরু থেকে তার দাপটীয় মেজাজ অব্যাহত ।ফের করলেন শতরান।
শুধু সতীর্থ নয়, রোহিত – শিখর খুব ভালো বন্ধুও।এদিন ব্যাট করতে নেমে বন্ধু্র অভাব বুঝতে দেননি রোহিত।আমিরের বিরুদ্ধে খানিকটা সমস্যা থাকলেও হাসান হালি এবং ওয়াহাব রিয়াজের বিরুদ্ধে এইদিন মূর্তিমান বিভীষিকা হয়ে উঠেছিলেন ” হিটম্যান ” ।শুধু তাই নয় , পেসার ছাড়াও স্পিনারদেরো বেধড়ক পেটালেন তিনি।আজ শাহাব খান এবং ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে হয়ে উঠেছিলেন মূর্তিমান বিভীষিকাময়।একটা সময় মনে হচ্ছে নিজের চতুর্থ একদিবসীয় দ্বিশতরানটি আজকেই করে ফেলবেন।কিন্তু ১৪০ রানেই নিজের উইকেট খোয়ান ” হিটম্যান ” ।স্বাভাবিক ভাবেই, তার আউটের পর স্বস্তির নিশ্বাস ফেলে পাক শিবির।
এইদিন ১৪০ রান করার মধ্যে দিয়ে নিজের গড়া একটি রেকর্ড ভেঙে দেন রোহিত।আজকে পাকিস্তানের বিপক্ষে করা তার ১৪০ রানের ইনিংস, বিশ্বকাপে করা তার সর্বোচ্চ রান।এর আগে তার বিশ্বকাপে করা সর্বোচ্চ স্কোর ছিলো ১৩৭।২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সেই রান করেছিলেন তিনি।ম্যাচ টি হয়েছিল মের্লবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।স্বাভাবিক ভাবেই এদিন তার দুরন্ত ইনিংসের পর নেটিজেনরা তার বন্দনায় মেতে ওঠে।
প্রসঙ্গত, এইদিন শুধুমাত্র বিশ্বকাপে নিজের সর্বোচ্চ স্কোরের রেকর্ড ভাঙাই নয় ,এর পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে ও একটি রেকর্ডের অধিকারী হয়েছিলেন রোহিত।প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে পাকিস্তানের বিপক্ষে পরপর দুই ম্যাচে সেন্চুরি করার রেকর্ড গড়লেন রোহিত।এর আগের টা এসেছিল ২০১৮ এর এশিয়া কাপে।সেইবার পাকিস্তানের বিপক্ষে ১১১ করেছিলেন তিনি।প্রসঙ্গত, এইদিন নিজের ২৪ তম ওয়ানডে শতরানটি করেন।তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ একদিবসীয় শতরানকারীর তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি।প্রথম দুই স্থানে আছেন শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলি।
প্রসঙ্গত, বিশ্বকাপের শুরু থেকেই দারুন ছন্দে আছেন রোহিত।বিশ্বকাপ খেলতে আসার আগে মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএল চ্যাম্পিয়ান করেছিলেন রোহিত।যদিও ব্যাট হাতে দলের হয়ে ততটা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে নি রোহিত।স্বাভাবিক ভাবেই এরপর বিশ্বকাপে তার ভালো কিছু করার জন্য মুখিয়ে ছিলেন তিনি।এবং সুযোগ পেতেই ইংল্যান্ডে নিজেকে মেলে ধরেন “হিটম্যান ” প্রথম ম্যাচের সেন্চুরির পর আজ ফের আরেকবার পাকিস্তানের বিপক্ষে দুরন্ত শতরান করলেন তিনি। পাশাপাশি দলকে বড়ো স্কোর করার পথে এগিয়ে দিলেন।