ভারত আর বাংলাদেশের মধ্যে এশিয়া কাপ ২০১৮র ফাইনাল ম্যাচ গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হল। এই ম্যাচ ৩ উইকেটে জিতে ভারতীয় দল ৭বার এশিয়া কাপে নিজেদের কব্জা করে নিল। গত চারটি এশিয়া কাপে বাংলাদেশ দল তৃতীয়বার ফাইনাল ম্যাচে হারের মুখোমুখি হল। গতকালের ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দলে গতকাল পাঁচটি পরিবর্তন করা হয়েছিল।দল আজ সেই খেলোয়াড়দের সঙ্গেই মাঠে নামে যাদের সঙ্গে তারা পাকিস্থানের বিরুদ্ধে সুপার ৪ ম্যাচে নেমেছিল। বাংলাদেশ দলও নিজেদের দলে একটি পরিবর্তন করে।
জয়ের পর খুশি ভারত অধিনায়ক
ভারতীয় দল এশিয়া কাপে কব্জা করে নিয়েছে আর তারপর দলের অধিনায়ক রোহিত শর্মাকে যথেষ্ট খুশি দেখিয়েছে। তিনি এই প্রদর্শনের ক্রেডিট সম্পূর্ণ দলকে দিয়েছেন। ম্যাচের পর রোহিত শর্মা বলেন,
“ আমরা এই টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলেছি আর এই জয় কড়া মেহনতের ফলাফল। আমি আগেও এই রকম ম্যাচের অংশ থেকেছি। আপনাকে বাংলাদেশ দলকেও ক্রেডিট দিতে হবে। ওরা আমাদের প্রথম ১০ ওভারেই চাপে ফেলে দিয়েছিল। আমরা ভেবেছিল বল পুরোনো হওয়ার পর স্পিনাররা সাহায্য পাবে, আর তেমনটাই হয়েছে”।
অধিনায়কত্ব নিয়েও বলেন রোহিত
বিরাট কোহলিকে বিশ্রাম দিয়ে এশিয়া কাপে রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। এটা রোহিতের অধিনায়কত্বে ভারতীয় দলের দ্বিতীয় বড় খেতাব। এর আগে রোহিতের অধিনায়কত্বে ভারতীয় দল নিদাহাস ট্রফি উপরও কব্জা করেছিল। অধিনায়কত্বের সঙ্গেই তিনি ব্যাট হাতের দারুণ প্রদর্শন করেছেন। সেই সঙ্গে রোহিত এশিয়া কাপে লাগাতার লাগাতার সাপোর্ট করার জন্য দর্শকদেরও ধন্যবাদ জানিয়েছেন। অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন,
“ যদি দল ভালো হয়, তখনই অধিনায়কত্বও ভালও হয়। এটা কখনওই সম্ভব হত না যদি বাকি ১০ জন খেলোয়াড় সম্পূর্ণ সুযোগ না দিত”।
ব্যাট হাতেও হিট হিটম্যান
ভারত অধিনায়ক রোহিত শর্মা এই টুর্নামেন্টে ব্যাট হাতেও দুর্দান্ত প্রদর্শন করেন। তিনি নিজের ৫টি ম্যাচে ১০৫.৬৬ গড়ে ৩১৭ রান করেন। তিনি শিখর ধবনের পর সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানও হয়েছেন।