বিমানবন্দরে ঢুকতে গিয়ে বিপত্তি, ভক্তদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন রোহিত শর্মা !! 1

বছরের শুরুতে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ)। ঘরের মাঠে সাদা বলের দুই সিরিজ খেলতে প্রস্তুত ভারতীয় দল। সিরিজের প্রথম ম্যাচটি ১১ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টিম ইন্ডিয়ার লক্ষ্য থাকবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় করার। বিশেষ করে এবারের ওডিআই সিরিজে ভারতীয় দল শক্তিশালী হলেও বিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড তুলনামূলক ভাবে দুর্বল একটি দল নিয়েই ওডিআই সিরিজ শুরু করবে। ওডিআই দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির পাশাপাশি শুভমান গিল ও শ্রেয়স আইয়ারকে দেখতে পাওয়া যাবে যারা গত সিরিজে চোটের কারণে খেলতে পারেননি।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ঘটে যাওয়া ছোট্ট একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার এক দায়িত্বশীল ও মানবিক চরিত্র। মুম্বই বিমানবন্দরে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই হাজার হাজার মানুষের নজর কেড়ে নিয়েছে। ভিডিয়োটির সত্যতা যাচাই না হলেও, এতে উঠে এসেছে শিশুদের নিরাপত্তা নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Read More: ‘জয় শাহ’এর থেকে ট্রফি নেব না..’, টি২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই হুংকার বাংলাদেশ বোর্ডের !!

মুম্বই বিমানবন্দরের ভাইরাল মুহূর্ত

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Twitter

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরে ঢোকার সময় ভক্তদের ভিড়ের মধ্যে একটি ছোট মেয়ে আচমকাই রোহিত শর্মার  (Rohit Sharma) সামনে চলে আসে। চারপাশে তখন সেলফি ও অটোগ্রাফের জন্য বেশ হুড়োহুড়ি হয় এবং সেই ভিড়ের চাপে শিশুটির সঙ্গে ধাক্কা লাগে রোহিতের। অবশ্য মুহূর্তের মধ্যেই পরিস্থিতি সামাল দেন তিনি। শিশুটিকে কাছে টেনে নেন তিনি এবং তাকে ভিড়ের মধ্যে থেকে নিরাপদ জায়গায় রেখে দিতে চেষ্টা করেন। যাতে ভিড়ের চাপে তার কোনও ক্ষতি না হয়। শুধু তাই নয়, মাঝ পথে রোহিত থেমে যান এবং শিশুটির অভিভাবকদের খুঁজতে থাকেন। কিছুক্ষণ পরে শিশুটির বাবা-মা এসে তাকে নিয়ে যান।

সেই সময় রোহিত তাঁদের উদ্দেশে স্পষ্ট ভাষায় বলেন, “ছোট বাচ্চাদের এভাবে মাঝখানে আনবেন না। এটা ঠিক নয়।” তাঁর কথায় ছিল উদ্বেগ, বিরক্তি এবং দায়িত্ববোধ। সূত্রের দাবি, মুম্বই বিমানবন্দরের টার্মিনালের বাইরে এই ঘটনা ঘটে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ভক্তদের ভিড় তাঁকে ঘিরে ধরে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

Read Also: নিউজিল্যান্ড সিরিজের আগে বড় খবর, টেস্ট ক্রিকেট থেকে অবসর তুলছেন বিরাট কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *