রোহিতকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করলো বোর্ড !! 1

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলগুলি নিজেদের প্রস্তুত করে নিচ্ছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ইতিমধ্যেই সুপার ৪’এ জায়গা করে নিয়েছে ব্লু ব্রিগেডরা। শেষ চারের লড়াইয়ে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়নরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার জন্য এই টুর্নামেন্টে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) মতো তারকা ক্রিকেটাররা অংশগ্রহণ করছেন না। টেস্ট ক্রিকেট থেকেও এই দুই ক্রিকেটার অবসর ঘোষণা করেছেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিপক্ষে রোহিতকে সামনে রেখে দল ঘোষণা করলো বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোহিত-

রোহিতকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করলো বোর্ড !! 2
Nepal Cricket Team | Images: Getty Images

শেষ এশিয়া কাপে (Asia Cup 2025) নেপালের মতো দল সুযোগ পেয়েছিল। তারা টুর্নামেন্টে ভারতের বিপক্ষে মাঠে নেমে লড়াই করার চেষ্টা করে। বর্তমানে এশিয়ার ক্রিকেট মানচিত্রে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য তারা লড়াই চালাচ্ছে। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের (WI vs NEP) বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে নেপাল। এই ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

এটাই আইসিসির (ICC) সদস্যপ্রাপ্ত কোনো ক্রিকেট দলের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে নেপালকে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত পৌডেল (Rohit Poudel)। দল অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের সংমিশ্রনের বানানো হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রভাব ফেলাই তাদের মূল লক্ষ্য।‌

নেপালের স্কোয়াড-

রোহিত পৌডেল (অধিনায়ক), দীপ্রেন্দ্র সিং, আসিফ শেখ, সন্দীপ লামিচ্ছানে, কুশল ভুর্তেল, লোকেশ বাম, কুশল মোল্লা, এমডি আদিল আলম, আরিফ শেখ, সন্দীপ জোরা, করণ কেসি, নন্দন যাদব, গুলশান ঝা, ললিত রাজবংশী, সোমপাল কামি, সাহেব আলম

ঘোষণা করা হয়েছে ক্যারিবিয়ান দল-

রোহিতকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করলো বোর্ড !! 3
West Indies Cricket Team | Images: Getty Images

ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই দেশের অসংখ্য ক্রিকেটার বিশ্ব জুড়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন। নেপালের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য এবার ১৫ সদস্যের দল ঘোষণা করলো ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। নেতৃত্ব দেবেন ৩২ বছর বয়সী আকিল হুসেন (Akil Hussain)। দলে রয়েছেন জেসন হোল্ডারের (Jason Holder) মতো তারকা অলরাউন্ড। এই ক্রিকেটার আইপিএলে (IPL 2025) সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH), রাজস্থান রয়েলসের (RR) মতো একাধিক দলের হয়ে অংশগ্রহণ করেছেন।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড-

আকিল হুসেন (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, জুয়েল অ্যান্ড্রু, আকিম অগাস্ট, নবীন বিদাইস, জাদিয়া ব্লেডস, কিসি কার্টে, করিমা গোর, জেসন হোল্ডার, আমির জাঙ্গু, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, জিশান মোতারা, রেমন সিমন্ডস, শামার স্প্রিংগার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *