WTC Final: লজ্জার হারের পর প্রশ্নের মুখে অধিনায়ক, টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন রোহিত শর্মা !! 1

WTC Final: ২০১৩ সালে ভারত যখন শেষবার আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো তখন অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে দশটা বছর। ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর চলেছে বিরাট কোহলি জমানা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খালি হাতে ফিরেছে ভারত। ট্রফিভাগ্য ফেরাতে বিরাটকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিলো রোহিত শর্মাকে। ২০২২-এর এশিয়া কাপ, ২০২২-এর টি-২০ বিশ্বকাপের পর ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল-তিনটি বড় প্রতিযোগিতা রোহিতের অধিনায়কত্বে খেললো ‘টিম ইন্ডিয়া।’ সাফল্যের মুখ দেখা গেলো না একটিতেও। এশিয়া কাপে শেষ চারে হারতে হয়েছিলো। টি-২০ বিশ্বকাপেও সেমিফাইনালে থেকেছিলো যাত্রা। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হার জুটলো ফাইনালে। ইংল্যান্ডের কেনিংটন ওভালে ২০৯ রানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় ভারতের। অধিনায়ক বদলে আদৌ কোনো লাভ হয়েছে ভারতের? উঠছে প্রশ্ন। একই সঙ্গে ভারতীয় টেস্ট দলে রোহিত শর্মার ভবিষ্যতও এখন আতসকাঁচের তলায়।

Read More: WTC Final: টেমসের জলে ভাসলো টেস্টে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন, ওভাল থেকেও খালি হাতেই ফিরছে ‘টিম ইন্ডিয়া’ !!

প্রশ্নের মুখে রোহিত শর্মার অধিনায়কত্ব-

ROHIT SHARMA | WTC 2023 | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি অনুষ্ঠিত হলো কেনিংটন ওভালে। ম্যাচের আগে পরিসংখ্যান বলছিলো যে এখানে ১০৪ টেস্টের মধ্যে ৩৭টিতে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। আর ২৯টিতে জয় পেয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল। বাকি ম্যাচগুলি শেষ হয়েছে অমীমাংসিত ভাবে। টসে জিতে ব্যাটিং বেছে নেওয়াই যে সঠিক সিদ্ধান্ত, তা ম্যাচ নিয়ে আলোচনা করার সময় বলেছিলেন অধিকাংশ বিশেষজ্ঞ। কিন্তু টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা বাছলেন বোলিং। উলটো স্রোতে হেঁটে অস্ট্রেলিয়াকে চমকে দিতে চাইলেও ম্যাচে রোহিতের এই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরলো। মেঘলা আবহাওয়ায় স্যুইং-এর আঘাতে অস্ট্রেলিয়া বধ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু পাঁচ দিনই আকাশে দেখা গেলো ঝলমলে রোদ। ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথরা যেখানে অনায়াসে বড় রান তুললেন, সেখানে এক প্রকার হারিয়েই গেলেন ভারতীয় বোলাররা।

দল নির্বাচন বিষয়েও তোপের মুখে রোহিত শর্মা। ২০২১ সালে সাউদাম্পটনে অশ্বিন ও জাদেজাকে একসাথে খেলিয়ে মুশকিলে পড়েছিলো ভারতীয় দল। সেই আশঙ্কা ভারতকে তাড়া করে বেড়ালো ওভালেও। সেই কারণেই বিশ্বের এক নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রণ অশ্বিনকে বাইরে রেখে চার পেসারের ফর্মূলায় দল সাজালেন রোহিত। একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজার সাথে জুড়ে দিলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। শার্দূল ঠাকুর এবং উমেশ যাদবকে। চতুর্থ দিন থেকে ওভালে বরাবর সাহায্য পেয়ে থাকেন স্পিনাররা। সেখানে অশ্বিনকে না খেলানোর মত ভুল কি করে করলেন ভারত অধিনায়ক? প্রশ্ন তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাওস্কর’রা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পেলেন জাদেজা, ভারতের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পেলেন নাথান লিয়ঁ। এর মাঝে অশ্বিনের না থাকা ভারতকে যে পিছিয়ে দিয়েছিলো এই ম্যাচে তা বলাই বাহুল্য। রোহিতের দল নির্বাচন ব্যাখ্যা করতে গিয়ে যথার্থ কথা সম্ভবত বলেছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, “ভারত মনে হয় প্রথম দিনের জন্য দল বেছেছে। কিন্তু টেস্ট তো পাঁচ দিনের হয়।”

ফর্ম খুইয়ে অবসরের পথে রোহিত?

WTC Final: লজ্জার হারের পর প্রশ্নের মুখে অধিনায়ক, টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন রোহিত শর্মা !! 2

অধিনায়কত্বের পাশাপাশি প্রশ্ন উঠছে রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়েও। ওভালে দুই ইনিংসেই আশা জাগিয়ে শুরু করেও সাজঘরে ফিরেছেন তিনি। প্রথম ইনিংসে প্যাট কামিন্সের বলে ১৫ রান করে লেগ বিফোর উইকেট হন। আর দ্বিতীয় ইনিংসে ৪৩ রানের মাথায় নাথান লিয়ঁ’কে স্যুইপ মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। ফেব্রুয়ারীর গোড়ায় নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে একটি শতরান ছাড়া দীর্ঘদিন রানের মধ্যে নেই তিনি। অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজে রান পান নি। এমনকি আইপিএলেও ব্যাট হাতে বেশ কঠিন সময় কেটেছে তাঁর। ১৬ ম্যাচে করেছেন মাত্র ৩৩২ রান। এমতাবস্থায় ক্রিকেট কেরিয়ারকে কতদিন লম্বা করবেন তিনি? চলছে জল্পনা। সামনে রয়েছে ঠাসা একদিনের ক্রিকেটের সূচি। রয়েছে উইন্ডিজ সফর, অস্ট্রেলিয়া সিরিজ। এশিয়া কাপ, এমনকি বিশ্বকাপও। সেদিকে মনোনিবেশ করতে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন রোহিত। বর্তমানে তাঁর বয়স ৩৬। তিন ফর্ম্যাটের ধকল এড়ানোর জন্য টেস্ট কেরিয়ারে ইতি টানতে পারেন হিটম্যান।

Also Read: WTC Final: “লড়াই জারি থাকবে…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হেরে স্বান্তনার খোঁজে রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *