সূর্যকুমার নয় বরং রোহিত শর্মাকে আগামী IPL’এর জন্য ক্যাপ্টেন করলো KKR, চমকে দিল সকলকে !! 1

আইপিএল ২০২৫ কে নিয়ে ইতি মধ্যেই উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। সমাজ মাধ্যমে একাধিক জল্পনামূলক গল্প শোনা যাচ্ছে। ২০২৪ সালের আইপিএল বিজয়ী দল কলকাতা নাইট রাইডার্স (KKR) আপাতত খবরে শিরোনামে উঠে এসেছে। প্রসঙ্গত বেশ কয়েকটি সূত্র দাবি জানাচ্ছে যে, আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কের পরিবর্তন দেখা যাবে। ২০২৪ সালের আইপিএলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় আইপিএল খেতাব জয় করে। ফাইনালের মঞ্চে সানরাইজার্স হায়দারাবাদকে পরাস্ত করে কলকাতা নাইট রাইডার্স এই কীর্তিমান রচনা করে।

শ্রেয়াসকে ছাঁটাই করতে চলেছে KKR

Kkr, shreyas
Shreyas Iyer | Image: Getty Images

কয়েকদিন আগেই সমাজমাধ্যমে শ্রেয়াস আইআর (Shreyas Iyer) এবং সূর্যকুমার যাদব কে নিয়ে একটি ধোঁয়াশা পূর্ণ খবর উঠে এসেছিল। প্রসঙ্গত কলকাতা নাইট রাইডার্স দলের পুরানো খেলোয়াড় হলেন সূর্যকুমার যাদব এবং বর্তমান সময় তিনি টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়ে উঠেছেন। ২০১৮ সালে কলকাতা থেকে মুম্বাইতে ট্রেডিং করা হয়েছিল সূর্যকুমারকে। তারপর থেকেই তার বেড়ে ওঠা শুরু, আন্তর্জাতিক ক্রিকেটে তিন বছরের মধ্যেই টি-টোয়েন্টি ফরমেটের কিংবদন্তি খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন সূর্যকুমার। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতন খেলোয়ারকে উপেক্ষা করে সূর্যকুমারকে ভারতীয় জাতীয় দলের টি-টোয়েন্টি ফরমেটের অধিনায়ক বানানো হয়েছে।

Read More: ব্রেকিং নিউজ: ভারতীয় ভক্তদের মাথায় হাত, অস্ট্রেলিয়া দলে এন্ট্রি নিচ্ছেন বিরাট কোহলি !!

সূর্য জাতীয় দলের ক্যাপ্টেন হওয়া মাত্রই কলকাতা টিম ম্যানেজমেন্ট তাকে দলে নেওয়ার প্রস্তাব রেখেছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে শোনা গিয়েছিল, কলকাতা ফ্রাঞ্চাইজি তাদের অধিনায়ক শ্রেয়স আইআরকে সূর্যকুমার যাদবের সঙ্গে ট্রেডিং করতে চলেছে, যাতে শ্রেয়সের পরিবর্তে স্কাই কলকাতা দলের অধিনায়ক বানাতে পারে। তবে আবার একটি সূত্র দাবি জানাচ্ছে যে, আসন্ন আইপিএলে সূর্যকুমার যাদব নয় বরং মুম্বাই ইন্ডিয়ান্সের সফল অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। গত বছর আইপিএলে মুম্বাই তাদের শেষ অ্যাওয়ে ম্যাচ খেলতে কলকাতায় এসেছিল এবং সেখানেই অভিষেক নায়ারের সঙ্গে তার ভিডিও লিক হয়। সেখানেই রোহিত তার বেদনার খবর বন্ধু অভিষেককে জানাচ্ছিলেন।

কলকাতার জার্সিতে খেলবেন রোহিত

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

অন্যদিকে, শাহরুখ খান রোহিতকে খুব পছন্দ করেন। হিটম্যানকে দলের অধিনায়ক বানাতে প্রস্তুত তিনি। রোহিত আইপিএল ইতিহাসে ৫টি শিরোপা জয় করেছেন এবং তিনি ১৫৮ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন যেখানে ৮৯ ম্যাচে জয় পেয়েছেন এবং ৬৯ ম্যাচে পরাজিত হয় MI পল্টন। তিনি এর আগেও কলকাতা নাইট রাইডার্স দলের নেতৃত্ব দিতে প্রস্তুত, তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন মুম্বই ব্যাতিত রোহিত কলকাতা নাইট রাইডার্স দলকেই নেতৃত্ব দিতে পছন্দ করবেন। তিনি মন্তব্য করে জানিয়েছিলেন, “কলকাতা এবং ইডেন গার্ডেন্স আমার খুব পছন্দের কারণ আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে সেখানে তাই আমি মুম্বাই না হলে কলকাতার হয়ে অবশ্যই খেলতে চাইবো।

Read Also: IPL 2025: শ্রেয়স আইয়ারকে ছেঁটে ফেলছে KKR, বিদায়বেলায় অধিনায়ককে শুভেচ্ছা শাহরুখের ফ্র্যাঞ্চাইজির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *