Rohit Sharma: চেন্নাইতে ঘরের মাঠেই ভারতকে চাপের মুখে ফেলে দিল বাংলাদেশ। ভারতীয় দলের কথা বলতে গেলে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে অশ্বিন-জাদেজার জুটিতে ভারতীয় দলের দুর্দান্ত কামব্যাক লক্ষ্য করা গিয়েছিল গতকাল। তবে আজ দিনের শুরুতেই মাত্র ৪০ রান বানাতেই সক্ষম হয়েছে টিন ইন্ডিয়া। সকাল থেকেই বাংলাদেশ দলের বোলাররা দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছে এবং ভারতীয় বাঁকি ব্যাটসম্যানদের চাপের মুখে ঠেলে দেয়।
ভারতীয় দলের হয়ে সর্বাধিক ১১৩ রানের ইনিংস খেলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। পাশাপাশি ৮৬ রানে উইকেট হারিয়ে ফেলেন রবীন্দ্র জাদেজা। এবং গতকাল টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রায় সকলে ব্যার্থ হলেও দলের হয়ে টিকে ছিলেন যশস্বী জয়সওয়াল এবং ৫৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেন তিনি।
রোহিতের জন্য প্রথম উইকেট পাওয়া হলো না সিরাজের
আজ সকালের শুরুতে ৪০ মিনিট ব্যাটিং করার পর ভারতীয় ব্যাটিং মাত্র ৩৭৬ রানেই সমাপ্ত হয়ে যায়। এরপর বাংলাদেশি ব্যাটসম্যানরা ব্যাটিং করতে আসে এবং প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলেন বাংলাদেশ দলের ওপেনার ব্যাটসম্যান সাদমান হাসান। জসপ্রীত বুমরাহের ইনসুইং বল বুঝতে ব্যর্থ হয়েছিলেন এবং ৬ বলে মাত্র ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর শান্ত ও জাকিরকে চাপের মুখে ঠেলে দেন ভারতীয় পেসাররা। বিশেষ করে মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) দুরন্ত বোলিং করেন।
চতুর্থ ওভারের পঞ্চম বলে জাকিরকে এলবিডব্লিউ বোল্ড করার আপিল জানান সিরাজ। তবে আম্পায়ার তা নাকচ করে দেন। অন্যদিকে ভারতীয় দলের কাছে রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও তারা রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় খেলোয়াড়রা মনে করেছিলেন সিরাজের বলটি লেগ স্ট্যাম্পের বাইরে পিচ হয়েছে। তবে যখন খেলাটির রিপ্লে প্রকাশ্যে আসে তখন বোঝা যায় ভারত অধিনায়ক রোহিত ভুল ছিলেন। রিভিউ নিলে জাকিরকে উইকেট হারাতে হতো।
What a blunder this is.
It’s can’t hit to the wicket.
Third class umpire system pic.twitter.com/V4XLd0nlSh— Haseeb (@HaseebRA20) September 20, 2024
Shame on Ropig sharma .
Poor captaincy 😓— Mahiya18 (@18Mahiya) September 20, 2024
Rohit Sharma didn’t take the review
Poor captaincy by vadapav
— Rajasthani Tau Ji (@Rajasthanii_Tau) September 20, 2024
Poor call by pant
— sujay anand (@imsujayanand) September 20, 2024
Rohit-Pant laughing seeing Siraj🤣😭 pic.twitter.com/JRbrKWgPJx
— Shivani (@meme_ki_diwani) September 20, 2024