আন্তর্জাতিক আঙিনায় রোহিত শর্মা’র (Rohit Sharma) মেয়াদ আর কতদিন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলের অন্দরে। ইতিমধ্যেই টি-২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি। শুধুমাত্র ওয়ান ডে’তে ফোকাস রাখতে চান, গত ৭ মে একটি ইন্সটাগ্রাম স্টোরিতে জানিয়েছেন নিজেই। কিন্তু ভারতীয় বোর্ড আদৌ পরবর্তী বিশ্বকাপের পরিকল্পনায় রোহিতকে রাখতে চায় কিনা তা স্পষ্ট নয় এখনও। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ৪০ পেরিয়ে যাবেন হিটম্যান। তাই সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে যে রোহিতের বিপক্ষে যেতে পারে তাঁর বয়স ও ফিটনেস। কিংবদন্তি তারকার ভবিষ্যত নিয়ে বিসিসিআই সন্দিহান হলেও রোহিতের (Rohit Sharma) দক্ষতায় যে মরচে পড়ে নি তার সাক্ষ্য অবশ্য দিচ্ছে তাঁর আইসিসি র্যাঙ্কিং। আজ ওয়ান ডে’তে ব্যাটারদের যে ক্রমতালিকা প্রকাশ করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা, সেখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
Read More: নিষিদ্ধ বেটিং অ্যাপ প্রচার করে ফাঁসলেন সুরেশ রায়না, ED দপ্তরে পড়লো ডাক !!
শীর্ষে শুভমান, সেরা দশে ভারতের চার-

মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো টিম ইন্ডিয়া। তারপর থেকে কোনো ওয়ান ডে ম্যাচ খেলে নি তারা। অগস্টে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ম্যাচ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার কারণে স্থগিত হয়ে গিয়েছে সেই সিরিজ। তা সত্ত্বেও আইসিসি’র ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন শুভমান গিল (Shubman Gill)। ৭৮৪ রেটিং পয়েন্টস নিয়ে এক নম্বরে রয়েছেন পাঞ্জাবের তরুণ। এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন পাকিস্তানের বাবর আজম। কিন্তু সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে রান না পাওয়ায় পিছিয়ে পড়েছেন তিনি। নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। দুইয়ে উঠে এসেছেন রোহিত শর্মা (Rohit Sharma) । ভারত অধিনায়কের রেটিং পয়েন্টস এই মুহূর্তে ৭৫৬। বাবরের (Babar Azam) থেকে তাঁর রেটিং পয়েন্টসের ব্যবধান ৫। চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর ঝুলিতে ৭৩৬ রেটিং পয়েন্টস।
পঞ্চম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তাঁর সংগ্রহ ৭২০ রেটিং পয়েন্টস। ৭১৯ রেটিং পয়েন্টস নিয়ে ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা অধিনায়ক চরিথ আশালঙ্কা। ২০২৪ বছরটি খুব ভালো কেটেছিলো তাঁর। সাম্প্রতিক সিরিজগুলিতেও রান পেয়েছেন তিনি। সাতে রয়েছেন আয়ারল্যান্ডের হ্যারি টেকটর। তাঁর ঝুলিতে ৭০৮ রেটিং পয়েন্টস। সেরাদের তালিকায় রয়েছেন ভারতের আরও এক নাম। ৭০৪ রেটিং পয়েন্টস-সহ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) জায়গা করে নিয়েছেন অষ্টম স্থানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদ্রান। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস রয়েছেন দশম স্থানে। ৬৬৯ রেটিং পয়েন্টস রয়েছে তাঁর সংগ্রহে। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেও একাদশতম স্থানেই রয়ে গিয়েছেন শে হোপ (Shai Hope)।
এক নজরে ICC র্যাঙ্কিং-

বিজয় হাজারে খেলবেন রোহিত-বিরাট ?

অক্টোবরে মাঠে ফিরতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেন তিনটি ওয়ান ডে ম্যাচ। এরপর চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনটি ম্যাচ খেলার সুযোগ থাকছে তাদের সামনে। আগামী বছরের শুরুটা তাঁরা করতে পারেন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। কিন্তু তারপর দীর্ঘ বিরতি পাবেন দু’জনেই। জুলাইয়ের আগে কোনো ওয়ান ডে ম্যাচই নেই টিম ইন্ডিয়ার। যেহেতু টি-২০ ও টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন তাঁরা, তাই পর্যাপ্ত ম্যাচ প্র্যাক্টিস ২০২৭-এর বিশ্বকাপের আগে দুই মহারথী পাবেন কিনা তা নিয়েও চিন্তিত বিসিসিআই। ছন্দ ধরে রাখতে তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলার অনুরোধ করতে পারে বোর্ড। সেক্ষেত্রে বিজয় হাজারে ট্রফিতে দেখা যেতে পারে তাঁদের। এমনকি ভারত-এ দলের হয়েও খেলার সম্ভাবনা রয়েছে রো-কো জুটি’র, দাবী সংবাদমাধ্যমের একাংশের।