ভক্তদের জন্য সুখবর, ২০২৮ সালের অলিম্পিক খেলবেন রোহিত-বিরাট, BCCI করলো নিশ্চিত !! 1

Olympics 2028: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪’এর খেতাব জেতার পর টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের অবসর ঘোষণা করে দিয়েছেন। যদিও বিরাট কোহলি ও রোহিত শর্মা এখনও আন্তর্জাতিক স্তরে ওডিআই এবং টেস্ট ক্রিকেটে খেলতে দেখা যাবে। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের দুই কিংবদন্তি ব্যাটসম্যানকে খেলতে দেখা গিয়েছিল।

তবে বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী বিসিসিআই এবং অলিম্পিক (Olympics 2028) অ্যাসোসিয়েশনের মতে, বিরাট ও রোহিতকে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক্সে অংশ নিতে দেখা যাবে। ১৯০০ সালের পর আবার ২০২৮ সালে অলিমপিক্সের আসর বসতে চলেছে। ইতিমধ্যেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য এই অলিম্পিকের প্রস্তুতি নিতে শুরু করেছে সমিতি।

অলিম্পিকে নাম লেখালেন রোহিত-বিরাট

Rohit Sharma and Virat Kohli,gautam gambhir, olympics 2028
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

সদ্য প্রকাশিত হওয়া অলিম্পিক্স ২০২৮ এর অফিসিয়াল ওয়েবসাইটে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি বিরাট ও রোহিতের ছবি দেখা যাচ্ছে। যার কারণে ভক্তরা মনে করছেন আসন্ন অলিম্পিক্সে ভারতীয় দলের দুই খেলোয়াড়কে দেখতে পাওয়া যাবে। বর্তমানে বিরাট কোহলি ৩৫ বছর বয়সী এবং রোহিত শর্মা ৩৭ বছর বয়সী তাই দুজনের পক্ষে অলিম্পিক্সে (Olympics 2028) অংশ নেওয়াটা সহজ হবে না।

Read More: বাংলাদেশ সিরিজের আগেই ভাগ্য খুললো ঈশান কিষানের, পেলেন দলের অধিনায়কত্ব করার সুযোগ !!

তবে এই দুই মহান প্লেয়ারকে যদি লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক্সে (Olympics 2028) খেলতে হয়, তাহলে দুই গ্রেট প্লেয়ারকেই তাদের ফিটনেস বজায় রাখতে হবে। গতবছর এশিয়ান গেমসে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট প্রতিযোগিতা। যে প্রতিযোগিতায় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad) এবং এই ভারতীয় দলটি সোনা জিতেছিল।

অলিম্পিক্সে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে ক্রিকেট প্রতিযোগিতা। ভারতীয় দলকে আপাতত এই ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আর স্কাইয়ের কাছে ২০২৬ সাল পর্যন্ত সুযোগ রয়েছে নিজেকে যোগ্য প্রমান করার, যদি তিনি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতে পারেন তাহলে তিনি আগামী অলিম্পিক্সে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন।

অলিম্পিক্স ২০২৮’এর জন্য ভারতীয় সম্ভব্য স্কোয়াড

সূর্যকুমার যাদব (C), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, ঋতুরাজ গাইকোয়ার্ড, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্ষদীপ সিং, রিয়ান পরাগ, শিবব দুবে, ঋষভ পন্থ (WK), মায়ঙ্ক যাদব।

Read Also: Olympic 2028: মিললো IOC’র ছাড়পত্র, ১২৮ বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তন ক্রিকেটের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *