আগামী ওডিআই বিশ্বকাপ ২০২৭ সালে শুরু হতে চলেছে। তবে এই বিশ্বকাপের আগে ভারতীয় দলের দুই কিংবদন্তি ব্যাটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার কয়েক মাস আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দুই তারকা ব্যাটসম্যানকে ছাড়াই ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। বেশ কিছু সূত্রের দাবি, ভারতীয় দলের এই দুই কিংবদন্তিকে এই বছরেই ওডিআই ফরম্যাটকে আলবিদা ঘোষণা করতে দেখতে পাওয়া যাবে। সামনেই ভারত অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজ খেলতে পৌঁছাবে আর সেখানেই হয়তো শেষবারের জন্য রোহিত ও কোহলিকে দেখতে পাওয়া যাবে।
রোহিত বিরাটের খেলা নিয়ে উঠেছে সংশয়

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখা যাবে কিনা – এই প্রশ্ন এখন প্রতিটি সমর্থকের মনে। টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) আগেই জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই যদি তাঁদের ফিটনেস ধরে রাখতে পারেন এবং নিয়মিত খেলা চালিয়ে যান তাহলে তাঁরা তাদের খেলা চালিয়ে যেতে পারেন। বর্তমানে, আইসিসির ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। শেষবার ভারতের জার্সিতে দুজনকে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে খেলতে দেখা গিয়েছে। সেখানে, বিরাট কোহলি ভারতের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান ছিলেন এবং রোহিত শর্মা ছিলেন ফাইনালের সেরা। দুই কিংবদন্তি আইপিএলের মঞ্চে বেশ ভালো প্রদর্শন দেখিয়েছিলেন।
Read More: “ওর তো হাঁটু কাঁপে…”, এশিয়া কাপের আগেই সূর্যকুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ‘পাক’ ক্রিকেটার বাজিদ খানের !!
আটকাতে পারবেন না গম্ভীর

অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) প্রশাসনেও ঘটেছে বড় পরিবর্তন। রাজীব শুক্লা বর্তমানে BCCI-এর সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। সৌরভ গাঙ্গুলির পর বিসিসিআই সভাপতি হয়েছিলেন রজার বিন্নি (Roger Binny)। তবে, তিনি ৭০ বছরের ঊর্ধ্বে, যে কারণেই তাঁকে এই পদ ছাড়তে হয়েছে এবং বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব শুক্লা। তিনি দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত এবং বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতি সামলাতে তার অভিজ্ঞতা বিশাল। সামনে ২০২৬’এর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকলেও, সমর্থকরা চোখ রাখছেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দিকেও। সেখানে রোহিত-কোহলিকে আবারও একসঙ্গে দেখার আশা জিইয়ে আছে, যদিও তা নির্ভর করছে তাদের ফিটনেস ও পারফরম্যান্সের ওপর। তবে, রাজীব শুক্লা যদি বোর্ড সভাপতি থাকেন তাহলে দুজনকে কোনো বিষয়ে আর চিন্তা করতে হবে না, কারণ রোহিত ও বিরাট রাজীব শুক্লার খুব কাছের এবং সেই কারণেই দুজনকে বাদ দিতে পারবেন না গম্ভীর বা আগারকার কেউই।