ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ব্যাটসম্যান হলে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলার জন্য ২ কিংবদন্তি খেলোয়াড়কে আবার দেখা যাবে। ভারতীয় দলের হয়ে সদ্য বিশ্বকাপ বিজেতা হয়েছে রোহিত এবং বিরাট। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয় লাভ করে এবং এই খেতাব জয়লাভ করার পিছনে অন্যতম ভূমিকা প্রদান করেছিলেন বিরাট কোহলি। ইতিমধ্যেই দুই কিংবদন্তি ব্যাটসম্যান পৌঁছে গিয়েছেন শ্রীলঙ্কাতে, ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার পর গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দল নিয়ে তার ছক কষে ফেলেছেন। যে কারণে আগামী ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত ও বিরাট কে বিশ্রাম দিতে একদম রাজি হননি।
রোহিত-বিরাটের মধ্যে শুরু হলো দ্বন্দ্ব
ভারতীয় দলের দুই কিংবদন্তি খেলোয়াড়ের সম্পর্কের বেশ পরিবর্তন ঘটেছে। দুজনকেই একে অপরের সঙ্গে বেশ ভ্রাতৃত্বের সম্পর্ক গড়তেই দেখা গিয়েছে তবে শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সফরের জন্য রোহিত (Rohit Sharma) এবং বিরাট (Virat Kohli) দুজনেই শ্রীলঙ্কাতে পৌঁছে গিয়েছেন। আর এরই মধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে রোহিত ও বিরাটের পুরানো একটি ঘটনা। দলের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটার হলেন কোহলি এবং রোহিত। তারা ২০০৮ সাল থেকে ভারতীয় দলের হয়ে একসঙ্গে খেলে আসছেন। একাধিক স্মরণীয় পার্টনারশিপ উপহার দিয়েছেন ভক্তদের।
Read More: Rohit Sharma: বিরাট-রোহিতদের রেকর্ড ভাঙলো রাহুল দ্রাবিড়ের ছেলে, এন্ট্রি নিলেন এই দলে !!
টিম ইন্ডিয়ার প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর, তাঁর বইতে প্রকাশ করেছিলেন রোহিত ও বিরাটের মধ্যে এক সময়ে বেশ কঠিন সম্পর্ক তৈরি হয়েছিল। তৎকালীন কোচ রবি শাস্ত্রীর কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। শ্রীধর তার বইতে লেখেন, “২০১৯ সালের বিশ্বকাপের পর সাজঘরের বেশ কিছু বিষয় নিয়ে সমাজ মাধ্যমে নানান লেখা প্রকাশ্যে এসেছিল, সেটা দলের উপর একটি প্রভাব ফেলেছিল, বিশেষ করে আমরা জানতে পারি যে দলের মধ্যে নাকি রোহিত পক্ষ ও বিরাট পক্ষের প্লেয়াররা ভাগ হয়েছেন। ঘটনাটি সামনে আসতে আমরা হকচকিয়ে যাই।”
কোচের কারণেই মীমাংসা হয় ঘটনার
রোহিত ও বিরাটের সম্পর্কের ফাটলকে জোড়া লাগান তৎকালীন প্রধান কোচ রবি শাস্ত্রী। শ্রীধর রবিকে নিয়ে মন্তব্য করে লিখেছেন, “ওডিআই বিশ্বকাপের ১০ দিন পর আমরা আমেরিকা গিয়েছিলাম উইন্ডিজদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। সেখানে যাওয়ার পরেই নিজের ঘরে রোহিত ও বিরাটকে ডেকে পাঠান, রবি দুজনকে বলেছিলেন দলের মধ্যে তৈরি হওয়া ভাগাভাগি বন্ধ করতে হবে অবকন ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তার জন্য তাদের এক হওয়াটা খুবই জরুরি। আর রবির এই বার্তাই পাল্টে দিয়েছিল রোহিত ও বিরাটের সম্পর্ক।”