rohit-and-family-might-move-to-london

গত বছর টি-২০ থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। মে মাসের ৭ তারিখ সরে দাঁড়িয়েছেন টেস্ট থেকেও। চেয়েছিলেন শুধুমাত্র ওয়ান ডে’তে ফোকাস করতে। আগামী ২০২৭-এর বিশ্বকাপের দিকেই তাকিয়ে ছিলেন তিনি। কিন্তু সংবাদমাধ্যম সূত্রে খবর যে সেই সুযোগও না দেওয়া হতে পারে ৩৮ পেরোনো তারকাকে। আগামী অগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ছিলো টিম ইন্ডিয়ার। কূটনৈতিক কারণে এক বছর পিছিয়ে গিয়েছে তা। বদলে শ্রীলঙ্কায় সিরিজ খেলার কথা ভাবছে বিসিসিআই। সেখানে রোহিতকে সরিয়ে শুভমান গিল’কে (Shubman Gill) অধিনায়ক করার বিষয়ে আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে। নেতৃত্ব হাতছাড়া হওয়ার পর আর নীল জার্সিতে রোহিতকে (Rohit Sharma) দেখতে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। বাধ্য হয়েই সরে দাঁড়াতে পারেন তিনি।

Read More: চলতি টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেন ঋষভ পন্থ, মাথায় হাত টিম ইন্ডিয়ার !!

লন্ডনে থিতু হতে পারেন রোহিত-

Rohit Sharma and Ritika Sajdeh | Image: Twitter
Rohit Sharma and Ritika Sajdeh | Image: Twitter

টি-২০ ও টেস্ট’কে বিদায় জানানোর পর এমনিতেই ব্যস্ততা কমেছে রোহিত শর্মা’র (Rohit Sharma)। ওয়ান ডে থেকেও যদি সরে দাঁড়ান তিনি সেক্ষেত্রে অখণ্ড অবসর থাকবে তাঁর সামনে। যদি আইপিএল খেলেন সেক্ষেত্রে মাত্র দুই মাস’ই বাইশ গজে দেখা যাবে হিটম্যান’কে। বাকি সময়টা মুম্বইতে নয় বরং সপরিবারের লন্ডনে কাটাতে পারেন রোহিত, খবর তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে। ভারতে প্রতিনিয়ত সংবাদমাধ্যমের ক্যামেরায় কার্যত বন্দী হয়ে থাকতে হয় ক্রিকেট তারকা ও তাঁর পরিবারের সদস্যদের। পাওয়া যায় না ব্যক্তিগত পরিসর। অবসরের পর খ্যাতির বিড়ম্বনা এড়াতে তাই দেশত্যাগের ভাবনাই রয়েছে টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারত অধিনায়কের। স্ত্রী ঋতিকা (Ritika Sajdeh) ও দুই সন্তান সামাইরা ও অহানকে সাথে নিয়ে ইংল্যান্ড পাড়ি দিতে পারেন তিনি। সেখানেই গড়তে পারেন নতুন সংসার।

রোহিতের (Rohit Sharma) আগে কার্যত একই পথে হেঁটেছেন ভারতীয় দলের আরেক মহাতারকা বিরাট কোহলিও (Virat Kohli)। দিল্লীর আলিবাগ অঞ্চলে বিলাসবহুল ফার্মহাউজ রয়েছে তাঁর। মুম্বইতেও রয়েছে অ্যাপার্টমেন্ট। কিন্তু পরিবারের সাথে সময় কাটাতে তিনিও বেছে নেন লন্ডনকেই। প্রায়শই তাঁকে দেখা যায় যুক্তরাজ্যের রাজধানীতে। তাঁর দুই সন্তান ভামিকা ও অকায়’ও লন্ডনেই জন্মেছেন। সূত্রের খবর বছর সাড়ে-তিনের ভামিকাকে ইতিমধ্যে লন্ডনের বিদ্যালয়েও ভর্তি করেছেন বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। সাক্ষাৎকারে লন্ডনে বসবাস প্রসঙ্গে মুখও খুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। হইচই, ফ্ল্যাশলাইট থেকে দূরে পরিবারকে রাখতে চান। সেই কারণেই দেশত্যাগ, বলেছেন তিনি। দিনকয়েক আগে সস্ত্রীক উইম্বলডনে টেনিস গ্র্যান্ডস্লাম দেখতে গিয়েছিলেন বিরাট। ফ্রেমবন্দী হন দর্শকাসনে।

রোহিত শর্মার পরিসংখ্যান-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০০৭ সালে দেশের জার্সিতে প্রথম মাঠে নামেন রোহিত শর্মা (Rohit Sharma)। সাদা বলের দুই ফর্ম্যাট দিয়েই আন্তর্জাতিক আঙিনায় পথচলা শুরু হয়েছিলো তাঁর। টেস্ট ক্যাপ পান ২০১৩ সালে। এখনও অবধি ২৭৩টি একদিনের ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। করেছেন ১১১৬৮ রান। টিম ইন্ডিয়ার হয়ে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সামনে কেবল শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়। করেছেন ৩২টি শতরান। টি-২০তে ১৫৯ ম্যাচে ৫টি শতরান-সহ তাঁর সংগ্রহ ৪২৩১ রান। দু’বার কুড়ি-বিশের বিশ্বকাপ জিতেছেন রোহিত (Rohit Sharma)। ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৪০.৫৭ গড়ে করেছেন ৪৩০১ রান। ১২টি শতরান ও ১৮টি অর্ধশতক করেছেন মুম্বইয়ের তারকা। কেরিয়ারের প্রথম দুই টেস্টে তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়েছিলেন রোহিত।

Also Read: IND vs ENG 3rd Test: কাটছে না বল বিতর্ক, আম্পায়ারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন অধিনায়ক শুভমান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *