Jay shah
Jay Shah | Image: Getty Images

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কার্যকাল সমাপ্ত বিসিসিআই সচিব জয় শাহের (Jay Shah)। আইসিসির মনসদে চেয়ারম্যান হিসাবে অবতীর্ণ হতে চলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী পুত্র জয় শাহ। আগামী ১লা ডিসেম্বর থেকে তিনি আইসিসির চেয়ারম্যান রূপে নিজের কার্যভার গ্রহণ করবেন। এই প্রেক্ষাপটে বসতে আর এক মাসও সময় বাঁকি নেই। জয়ের অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিব কে হবে ? সেই নিয়ে চলছে জল্পনা। জানা গিয়েছে জয় শাহের পরিবর্তে তার উত্তেসূরী হিসাবে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনিল প্যাটেল এবং দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলি বিসিসিআই সচিব পদের অন্যতম দাবিদার।

আইসিসির চেয়ারম্যান হতে চলেছেন জয় শাহ

Jay shah, champions trophy 2025
Jay Shah | Image: Getty Images

যখন জয় (Jay Shah) আইসিসির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিল তখন থেকেই বিসিসিআই পরবর্তী বোর্ড সচিব খুঁজে নিতে ব্যস্ত ছিল। সেসময় অরুণ জেটলির পুত্র রোহান জেটলির নাম প্রকাশ্যে এসেছিল। রোহন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পুত্র। তাঁর সঙ্গে জয় শাহের বেশ গভীর সম্পর্ক। এমনকি বিজেপির কেন্দ্রীয় স্তরে তাঁর বেশ ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই পরিস্থিতিতে তিনি জয়ের পরে সচিব হওয়ার অন্যতম প্রার্থী। শুধুমাত্র ক্ষমতার জন্য নয়। তার আমলেই দিল্লি ক্রিকেট এসোসিয়েশনে বেশ কিছু পরিবর্তন ও সংশোধন হয়েছে। তিনিই এবছর দিল্লির খেলোয়াড়দের নিয়ে দিল্লি প্রিমিয়ার লীগ শুরু করেছিলেন। ক্রিকেট জগতে রোহান চার বছর আগে পদার্পন করেন। অরুণ জেটলি পরলোক গমনের পর তাঁকে তাঁর বাবার উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়েছিল। আপাতত তিনি দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর সভাপতি পদে আছেন বেশ কয়েক বছর।

সচিব হওয়ার দৌড়ে রয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী

Jay shah
Rohan Jaitley | Image: Getty Images

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে বোর্ডের নির্বাচন হওয়ার কথা রয়েছে। তাই আগামী বছর পর্যন্ত জয় শাহ ব্যাতিত বাঁকি কোনো বোর্ড সদস্যের পরিবর্তন হবে না। বিজেপির সঙ্গে সম্পর্ক থাকার কারণে তিনি সরাসরি সচিবের চেয়ারে বসতে পারেন। তবে শুধু রোহান নন, সচিব হওয়ার দৌড়ে অনিল প্যাটেলও দৌড়ে রয়েছেন। তিনিও অমিত শাহের ঘনিষ্ট একজন ব্যক্তি, জয়ের পর আবার একজন গুজরাটি ভারতীয় বোর্ডের সচিব হিসাবে নির্বাচিত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Read Also: Jay Shah: জয় শাহ ICC-তে যেতেই দূরত্ব কমছে BCCI-PCB’র, আইপিএলে খেলবেন বাবর আজম-সহ এই পাক খেলোয়াড়’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *