ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) হতে চলেছে বড় রদবদল। প্রাক্তন তারকা পেসার রজার বিন্নি আর বিসিসিআই সভাপতি হিসাবে বিরাজমান থাকতে পারবেন না। এবার বদলাতে চলেছে বোর্ডের সভাপতি। হিসেবে দায়িত্ব পালন কারী রাজীব শুক্লা পরবর্তী নির্বাচন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। লোধা কমিটির নিয়ম অনুযায়ী, ৭০ বছর পার করার পর আর কেউ বিসিসিআইয়ের প্রধান হিসাবে প্রশাসনিক পদে থাকতে পারেন না। ১৯৮৩’এর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য রজার বিন্নি জুলাইতে ৭০ বছর পার করছেন। সেই কারণেই রজার বিন্নিকে সভাপতির আসন ছাড়তে হচ্ছে। প্রতিবছর সেপ্টেম্বরের শেষে সভাপতি নির্বাচনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে।
সভাপতি পদ ছাড়লেন বিন্নি

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন রজার বিন্নি। তবে, এক সূত্রের দাবি, সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন বিন্নি। বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ওরফে রাজীব শুক্লা (Rajiv Shukla) এবার বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির ভূমিকা পালন করবেন। এমনকি, বুধবার শুক্লার নেতৃত্বে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছিল। মূলত স্পন্সরশিপ নিয়েই এই সভা অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে বেটিং সংস্থা ড্রিম১১-এর চুক্তি বাতিল এবং পরবর্তী আড়াই বছরের জন্য নতুন স্পনসর খোঁজার বিষয়ে আলোচনা করা হয়েছিল। আসলে, আগামী ১০ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে এশিয়া কাপ, তাঁর আগেই বিকল্প খুঁজে নিতে চাইছে বিসিসিআই (BCCI)। জাতীয় ক্রীড়া শাসন আইন পাস হওয়া সত্ত্বেও, বিসিসিআইকে এখনও আগামী মাসে তাদের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন করতে হবে, কারণ আইনটি এখনও অবহিত করা হয়নি।
Read More: সোনায় সোহাগা ভারতীয় দলের, সহজেই এশিয়া কাপের ট্রফি হাতে ফিরবে সূর্যকুমাররা !!
দায়িত্ব সামলাচ্ছেন রাজীব শুক্লা

যতদিন এই সাধারণ সভা অনুষ্ঠিত না হচ্ছে ততদিন সভাপতি রূপে বিরাজমান থাকবেন রাজীব শুক্লাই।বর্তমানে, বিসিসিআই লোধা কমিটির সুপারিশের উপর সুপ্রিম কোর্টের রায়ের পরে প্রণীত সংবিধান অনুসারে কাজ করে। নতুন আইন কার্যকর না হওয়া পর্যন্ত, বিসিসিআই এবং এর রাজ্য সমিতি উভয়কেই বিদ্যমান কাঠামোর অধীনে কাজ চালিয়ে যেতে হবে। ক্রীড়া মন্ত্রণালয় সম্প্রতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উভয় স্তরের নির্বাচন বর্তমান সংবিধানের অধীনে অনুষ্ঠিত হবে। পাশাপশি, এই নিয়ম অনুসারে, বিসিসিআইয়ের (BCCI) পদাধিকারীদের সর্বোচ্চ ৭০ বছর বয়সসীমা পর্যন্ত বহাল রাখা হবে। যার অর্থ এই বয়সে পৌঁছানোর আগে নির্বাচিত যে কেউ পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন। বেশ কিছু সূত্রের দাবি আবার নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চলেছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)।