ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় হলেন বিরাট কোহলি (Virat Kohli), একসময়ে ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরের রেকর্ড ভাঙবার যোগ্য দাবিদার ছিলেন বিরাট। তবে টেস্ট ক্রিকেটে কোহলির খারাপ ফর্ম অব্যহত থাকায় তাকে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে হয়েছে। ভারতীয় টেস্ট ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির নামে নেই ১০ হাজার রান কিংবা ৩৫- এর বেশি সেঞ্চুরি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরের আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। কোহলি অবসর ঘোষণা করার পর থেকে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছিল , বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাস্ত হওয়ার পর থেকেই কোহলিকে আবার কামব্যাক করতে দেখতে চান ভক্তরা।
ব্যার্থতার জেরেই টেস্ট থেকে অবসর নেন কোহলি

এবার ভারতের প্রাক্তন ব্যাটার এবং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য রবিন উথাপ্পা সম্প্রতি এক ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেট থেকে নেওয়া অবসর পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। ২০২৫ সালের মে মাসে ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে আচমকাই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কিং কোহলি। বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিনি টানা দুটি শতরান এবং একটি অপরাজিত অর্ধশতক হাঁকিয়েছেন বিরাট। এরপর দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেও একটি দুর্দান্ত শতরান ও একটি কঠিন পিচে হাফ সেঞ্চুরিও আসে তাঁর ব্যাট থেকে। এই ধারাবাহিক পারফরম্যান্সই অনেকের মনে প্রশ্ন জাগায়—এটাই কি কোহলির টেস্ট থেকে সরে দাঁড়ানোর সঠিক সময় ছিল?
Read More: নাবালিকার সঙ্গে হোটেলে লজ্জাজনক আচরণ, ভারতীয় কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ !!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নেটে অনুশীলনের সময় কোহলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন উথাপ্পা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এই চোখগুলো একটা গল্প বলে। নিশ্চিতভাবেই ওর টেস্ট অবসর প্রত্যাহার করার সময় এসেছে। টেস্ট ক্রিকেটে আবার ওকে দেখতে চাই।” উথাপ্পার এই মন্তব্য দ্রুতই ভাইরাল হয়ে যায়। শেষ বার অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে পার্থে অসাধারণ শতরান করেছিলেন কোহলি। যদিও পরবর্তী চার টেস্টে সেই ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। ভারত শেষ পর্যন্ত সিরিজটি ১-৩ ব্যবধানে হেরে যায়।
চমকপ্রদ বয়ান দিলেন রবিন উথাপ্পা

অজি সফরের পর অবশ্য রঞ্জি ট্রিফিতে ফিরতে দেখতে পাওয়া গিয়েছিল বিরাট এবং রোহিত দুজনকেই। তবে সেভাবে ঘুরে দাঁড়াতে পারেননি দুজনে, ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে কোহলি তাঁর ক্যারিয়ার শেষ করেন ১২৩ ম্যাচে ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫ নিয়ে। অন্যদিকে উথাপ্পা মন্তব্য করে লিখেছেন, “আমি জানি না এটা জোর করে নেওয়া সিদ্ধান্ত ছিল কিনা, কিন্তু এটা স্বাভাবিক বিদায় বলে মনে হয়নি।” যদিও, টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও, বিরাট কোহলি আবার মাঠে নামতে চলেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে, যেটি শুরু হবে ১১ জানুয়ারি।