"অভিজ্ঞতা কেনা যায় না..." গম্ভীরকে নিশানা করে রোহিত–বিরাট প্রসঙ্গে উথাপ্পার কড়া বার্তা !! 1

ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হলেও কিছু নাম এখনও অটুট গুরুত্ব ধরে রেখেছে। বিশেষ করে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় ওডিআই ক্রিকেটে যেন স্তম্ভের মতন দাঁড়িয়ে রয়েছেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর পরেও মাঠের ভিতর তাদের প্রভাব এখনও স্পষ্ট। মাঠের ভেতরে ও বাইরে সমানভাবে অনুভূত হয় তাদের থাকাটা। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এখনও কিছুটা দূরে। কিন্তু এখন থেকেই দল গঠনের আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট বার্তা না দিলেও, সাম্প্রতিক পারফরম্যান্স রোহিত–বিরাটের দলে টিকে থাকার বিষয়টি আরও শক্তিশালী করে তুলেছে।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে রান করা মানে শুধু ভালো ফর্ম নয়, বরং মানসিক দৃঢ়তার প্রমাণ। চলতি ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে সেভাবে ছন্দে নেই রোহিত, তবে কোহলি প্রথম ম্যাচে ৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। দীর্ঘ এক দশকের বেশি সময় থেকে এই দুই ক্রিকেটার দেখিয়েছেন, বয়স কেবলমাত্র একটি সংখ্যা মাত্র। ফিটনেসের দিক থেকে কোহলি অতুলনীয়, সাথে রোহিতও ফিটনেসে বেশ ফোকাস দিয়েছেন। রোহিত শর্মার (Rohit Sharma) ফিটনেস ট্রান্সফরমেশন তার বড় উদাহরণ। ওজন কমিয়ে তিনি নিজেকে আরও চনমনে করে তুলেছেন, যা তাঁর ব্যাটিং ও ফিল্ডিং—দুটিতেই স্পষ্ট। টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওয়ানডেতেই সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন রোহিত ও বিরাট।

Read More: T20 বিশ্বকাপের আগে বাড়ল বাংলাদেশের চাপ, আইসিসি কর্মকর্তার ভিসা জট ঘিরে নতুন বিতর্ক !!

২০২৭ বিশ্বকাপে রোহিত – বিরাট

গম্ভীর,ভারত bcci, ind vs sa,
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

অন্যদিকে, বিরাট কোহলির ক্ষেত্রে ফিটনেস বরাবরই আলোচনার ঊর্ধ্বে। তাঁর ধারাবাহিকতা সবচেয়ে বড় শক্তি। লিস্ট ‘এ’ ক্রিকেটে সাম্প্রতিক সাফল্য প্রমাণ করে, ম্যাচ প্র্যাকটিসের অভাব তাঁকে স্পর্শ করতে পারেনি। দুজনেই বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন। ভালো ফর্মে থাকলেও রান না বানালে বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে দুজনকে। এই প্রেক্ষাপটে প্রাক্তন ভারতীয় তারকা রবিন উথাপ্পার মন্তব্য বেশ ভাইরাল হয়েছে। আকাশ চোপড়ার সঙ্গে আলোচনায় তিনি পরিষ্কারভাবে বলেছেন, অভিজ্ঞতা কখনও কেনা যায় না।

বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তরুণদের পাশে এমন দু’জন সিনিয়রের থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিন মন্তব্য করে বলেছেন, “বিশ্বকাপ (শুরু হতে) এখনও দেরি আছে, তার আগেই গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট নতুন ভাবে দলকে গড়ে নিতে চাইছে। টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের কথা ভাবছে সেটা স্বাভাবিক। তবে, ভবিষ্যৎ গড়তে গিয়ে বর্তমানের রোহিত শর্মা ও বিরাট কোহলিকে উপেক্ষা করা মোটেও সহজ সিদ্ধান্ত নয়। একটা কথা মাথায় রাখতে হবে যে, অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যায়না।”

Read Also: বাংলাদেশের সঙ্গে হাত মেলালেন না আয়ুশ মাহাত্রে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চর্চায় হ্যান্ডশেক বিতর্ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *