rj-mahvash-shuts-down-online-troll

RJ Mahvash: ২০২০ সালে নৃত্যশিল্পী ও সোশ্যাল মিডিয়া তারকা ধনশ্রী ভার্মার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। জীবনের নানা মুহূর্ত নেটদুনিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নিতেন তাঁরা দু’জনেই। দ্রুত সমাজমাধ্যমে জনপ্রিয়তাও অর্জন করেছিলেন। ক্রিকেট মাঠেও মাঝেমধ্যেই চাহালকে সমর্থন যোগাতে হাজির থাকতে দেখা যেত ধনশ্রী’কে। তিনি যখন একটি নাচের রিয়্যালিটি শো’তে অংশ নিয়েছিলেন, তখন ক্রিকেট তারকাও প্রকাশ্যেই সমর্থন যুগিয়েছিলেন স্ত্রী’কে। সুখের সংসারে অবশ্য ভাঙন ধরে বছর চারেকের মধ্যেই। ২০২৪-এর শেষেই ছড়ায় বিচ্ছেদের গুঞ্জন। শেষমেশ চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিভোর্সের আবেদন করেছিলেন তাঁরা। শেষমেশ আইপিএলের আগেই চূড়ান্ত হয় বিচ্ছেদ। ৪ কোটি ৭৫ লক্ষ টাকা খোরপোশ ধনশ্রীকে (Dhanashree Verma) দেন যুজবেন্দ্র চাহাল।

Read More: বিতর্কের ঝড়ে কোণঠাসা BCCI, অবশেষে বাতিল এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ !!

চর্চার কেন্দ্রে চাহাল-মাহবেশ সম্পর্ক-

RJ Mahvash | Image: twitter
RJ Mahvash | Image: twitter

ধনশ্রী’র সাথে বিচ্ছেদে সিলমোহর পড়ার আগেই চাহালের (Yuzvendra Chahal) জীবনে নতুন নারীর আগমন নিয়ে শুরু হয়েছিলো চর্চা। রেডিও জকি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর জে মাহবেশের (RJ Mahvash) সাথে নানা অনুষ্ঠানে দেখা গিয়েছিলো তাঁকে। এরপর যত সময় এগিয়েছে ততই বেড়েছে সম্পর্কের গুঞ্জন। আইপিএলের সময়ও নানা সময় চাহালের সাথে ফ্রেমবন্দী হয়েছিলেন তিনি। তাঁদের দু’জনের সেলফি বেশ ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়া। জল্পনা বেড়েছিলো হার্দিক পান্ডিয়ার একটি মন্তব্যের পরে। এক সাক্ষাৎকারে তারকা অলরাউন্ডার বলেন, “মাহা (আর জে মাহবেশ) ইউজি’র (যুজবেন্দ্র চাহাল) মুখে হাসি ফিরিয়ে দিয়েছে।” চাহাল বা মাহবেশ (RJ Mahvash) অবশ্য সংবাদমাধ্যম বা সমাজমাধ্যমে কখনও সম্পর্কের ব্যাপারে মুখ খোলেন নি। কিন্তু দুইয়ে দুইয়ে চার করে নিতে অসুবিধা হয় নি নেটনাগরিকদের।

দিনকয়েক আগে নেটফ্লিক্সের ‘কপিল শর্মা শো’তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। সঙ্গী ছিলেন জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর ও ক্রিকেট তারকা ঋষভ পন্থ ও অভিষেক শর্মা। সেখানে জীবনে নতুন প্রেমের আগমন নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় চাহাল’কে। তাঁর সাদা টি-শার্টে একটি লিপস্টিকের দাগ দেখিয়ে কমেডিয়ান কিকু সারদা প্রশ্ন করেন, “এগুলো কি হচ্ছে চাহাল জি? উনি কে ? ওনার পরিচয় গোটা দেশ জানতে চায়।” সরাসরি মাহবেশের নাম উল্লেখ করেন নি স্পিন তারকা। তবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। বলেন, “ভারত ইতিমধ্যেই জেনে গিয়েছে।” নর্দাম্পটনের হয়ে কাউন্টি খেলতে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর সঙ্গেই ছিলেন আর জে মাহবেশ’ও (RJ Mahvash)। সম্প্রতি লন্ডনের বিখ্যাত ‘বিগ বেন’ ক্লল টাওয়ারের সাথে দু’জনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কটাক্ষের কড়া জবাব মাহবেশের-

Yuzvendra Chahal and RJ Mahvash | Image: twitter
Yuzvendra Chahal and RJ Mahvash | Image: twitter

সমাজমাধ্যমের সৌজন্যে ট্রলিং বর্তমান সময়ে গা সওয়া হয়ে গিয়েছে অধিকাংশ সেলিব্রিটির। তবুও যখন মাত্রা ছাড়ায় তা তখন পাল্টা দেন তাঁরা। তেমনই এক ঘটনা সম্প্রতি ঘটেছে আর জে মাহবেশের (RJ Mahvash) সাথে। চাহালের সাথে তাঁর সম্পর্ক নিয়ে কৌতূহলী গোটা দেশ। সম্প্রতি তাঁর করা একটি ইন্সটাগ্রাম পোস্টে জনৈক নেটনাগরিক ‘টোরি_দ্য-নাম্ব’ কমেন্ট করেছিলেন, “অন্যের স্বামী চুরি করা মানে প্রতারণা।” ধনশ্রীর (Dhanashree Verma) সাথে বিচ্ছেদের আগে থেকেই মাহবেশের (RJ Mahvash) সাথে নানা জায়গায় দেখা গিয়েছিলো চাহাল’কে (Yuzvendra Chahal)। সেদিকেই ইঙ্গিত ছিলো তাঁর। তীর্যক মন্তব্য হজম হয় নি মাহবেশের। প্রাক্তন রেডিও জকি কমেন্টের উত্তরে লেখেন, “আমি কারও (স্বামী) চুরি করি নি তাই আমার পক্ষে জানা সম্ভব নয় তবে হ্যাঁ কারও স্বামী চুরি করা নিঃসন্দেহে প্রতারণা।”

দেখুন মাহবেশের মন্তব্য-

RJ Mahvesh | Image: Instagram

Also Read: ক্রিকেট কেরিয়ারে ফ্লপ হলেও জীবনে সফল, স্বর্গের পরীর থেকেও সুন্দরী এই ভারতীয় ক্রিকেটারের স্ত্রী !!  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *