ক্রিকেটের জনপ্রিয়তা গত কয়েক বছরে বিশ্বে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। ভারতীয় তারকাদের হাত ধরে ক্রিকেট এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। আইপিএলের (IPL 2025) মতো টুর্নামেন্ট থেকে প্রতি বছর একাধিক তরুণ তারকা আন্তর্জাতিক মঞ্চে উঠে আসছেন। এর সঙ্গেই ভক্তদের আইকন হয়ে উঠছেন তারা। ফলে তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনও চর্চায় উঠে আসে। সাম্প্রতিক সময় যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং আরজে মাহভাশের (RJ Mahvash) সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। এর মধ্যেই এবার ভারতীয় তারকা স্পিনারের এই বান্ধবী ক্রিকেট দল কিনে রীতিমতো হইচই ফেলে দিলেন।
Read More: এশিয়া কাপ থেকে বাদ পড়লেন জসপ্রীত বুমরাহ, সামনে এলো বিস্ফোরক তথ্য !!
ক্রিকেট দল কিনলেন মাহভাশ-

আরজে মাহভাশ (RJ Mahvash) দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। তিনি একাধিক ক্রিকেট ম্যাচে উপস্থাপিকা হিসাবে দায়িত্ব পালন করছেন। এর সঙ্গে সাম্প্রতিক সময় তারকা স্পিনার চাহালের সঙ্গে সম্পর্ক ক্রিকেটের প্রতি তার আগ্রহকে আরও বৃদ্ধি করেছে। এবার সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় মুখ একটি ক্রিকেট দল কিনে রীতিমতো চমক দিয়েছেন। ২০-২৪ আগস্ট দিল্লির নয়ডায় একটি টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টের সুপ্রিম স্ট্রাইকার্স (Supreme Strikers) দলের মালকিন হলেন মাহভাশ।
তাকে সম্প্রতি ক্রিকেট লিগ টি১০ (CLT10) টুর্নামেন্টের নিলামে অংশগ্রহণ করতে দেখা যায়। এই জাঁকজমকপূর্ণ নিলামে হালকা ক্রিম রঙের পোশাকে সকলের নজর কেড়েছেন। ১০ ওভারের এই টুর্নামেন্টে মাহভাশ (RJ Mahvash) নিজের দলের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক শন মার্শকে (Shon Marsh) বেছে নিয়েছেন। তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট আটটি দলকে অংশগ্রহণ করতে দেখা যাবে। তবে মাহভাশের দলে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) খেলতে দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি।
চাহাল-মাহভাশের প্রেমের গুঞ্জন-

ধনশ্রী বর্মার (Dhanashree Verma) সঙ্গে বিয়ের আগে থেকেই চাহালের সঙ্গে নিয়মিত দেখা যেত আরজে মাহভাশকে (RJ Mahvash)। ভারতের এই তারকা স্পিনার চোট সমস্যা থেকে শুরু করে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় চিন্তার মধ্যে রয়েছেন। এর মধ্যেই সাম্প্রতিক সময় তার বিবাহ বিচ্ছেদ জীবনে বড়ো পরিবর্তন এনেছে। তবে সমস্ত কিছু ভুলে মাহভাশের সঙ্গে চাহালকে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেখা গেছে।
সাম্প্রতিক সময় লন্ডনের রাস্তায় ছুটির মেজাজে ধরা দিয়েছেন এই তারকা জুটি। তাদের মধ্যে কি সত্যিই প্রেমের সম্পর্ক রয়েছে এই বিষয়ে ভারতীয় তারকা স্পিনারকে জিজ্ঞাসা করা হলে তিনি হাসি মুখে ইঙ্গিতপূর্ণ উত্তর দেন। বলেন,“এই প্রশ্নের উত্তর এখন গোটা ভারত জেনে গেছে।” উল্লেখ্য এখনও পর্যন্ত যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) দেশের হয়ে ৭২ টি ওডিআই ম্যাচে ১২১ টি উইকেট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৮০ টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৬ টি উইকেট তুলে নিয়েছেন। আইপিএলে তিনি ১৭৪ ম্যাচে শিকার করেছেন ২২১ টি উইকেট।