riyan-parag-to-lead-rr-after-sanju

২০১৩ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল (IPL) অভিষেক হয়েছিলো সঞ্জু স্যামসনের (Sanju Samson)। ২০১৫ অবধি ‘রয়্যালস’ শিবিরেই ছিলেন তিনি। এরপর দুই বছর কাটিয়েছেন দিল্লী ফ্র্যাঞ্চাইজিতে। ২০১৮-এ তাঁকে ফিরিয়ে আনে রাজস্থান। আর দলবদল করেন নি কেরলের তারকা। হয়ে উঠেছেন রাজস্থানের ‘ঘরের ছেলে।’ ব্যাট হাতে দলকে অজস্র সাফল্য এনে দিয়েছেন সঞ্জু। ২০২১ সালে তাঁর কাঁধে নেতৃত্বের দায়িত্ব’ও তুলে দেওয়া হয়। ২০২২-এ তাঁর হাত ধরে ফাইনাল খেলে রাজস্থান। ২০২৪-এও পৌঁছেছিলো প্লে-অফে। দীর্ঘ দিনের সম্পর্কে ফাটলের গুঞ্জন শুরু হয়েছিলো ২০২৫ মরসুমের মাঝপথে। কোচ রাহুল দ্রাবিড়ের সাথে মতানৈক্য রয়েছে সঞ্জু’র (Sanju Samson), খবর মিলেছিলো সংবাদমাধ্যম সূত্রে। ড্রেসিংরুমের ফাটলের প্রভাব পড়েছিলো পারফর্ম্যান্সেও।

Read More: IND vs ENG 1st Test: শতরান করেও স্বস্তিতে নেই শুভমান গিল, কড়া শাস্তি দিতে পারে আইসিসি !!

রিয়ান পরাগকেই দায়িত্ব দিচ্ছে রাজস্থান-

Sanju Samson and Riyan Parag | Image: Getty Images
Sanju Samson and Riyan Parag | Image: Getty Images

সঞ্জু-রাজস্থান সম্পর্ক এই মুহূর্তে খাদের কিনারে। নেতৃত্ব নিয়ে দড়ি টানাটানি চলছে দুই পক্ষের মধ্যে। অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যশস্বী জয়সওয়াল। দৌড়ে রয়েছেন রিয়ান পরাগ’ও। এই ত্রিমুখী লড়াইয়ে সামিল না হয়ে ফ্র্যাঞ্চাইজির থেকে ‘রিলিজ’ চেয়ে নেওয়ার পক্ষপাতী কেরলের তারকা, খবর সংবাদমাধ্যম সূত্রে। তিনি দল ছাড়লে কে হবেন অধিনায়ক পদে তাঁর উত্তরসূরি? প্রশ্নের জবাবও মিলেছে ইতিমধ্যেই। যশস্বীর দাবী মানার কথা এই মুহূর্তে ভাবছেন না কর্মকর্তারা। বরং তাঁদের প্রথম পছন্দ রিয়ান পরাগ’ই (Riyan Parag)। অসমের তরুণ ২০১৭ সাল থেকে রয়েছেন রাজস্থান রয়্যালসে। তাঁর সাথে টিম ম্যানেজমেন্টের সম্পর্কও বেশ ভালো। তাই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ‘মুখ’ সম্ভবত হচ্ছেন তিনিই।

আঙুলের চোটের জন্য ২০২৫ আইপিএল (IPL) মরসুমের প্রথম তিনটি ম্যাচে উইকেটকিপিং করতে পারেন নি সঞ্জু স্যামসন (Sanju Samson)। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কেবল ব্যাটিং করেন তিনি। তখন কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিলো অসমের তরুণ রিয়ান পরাগ’কে (Riyan Parag)। পরে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে সঞ্জু বুকে চোট পাওয়ায় লীগ পর্বের শেষদিকের কিছু ম্যাচও খেলতে পারেন নি তিনি। তখনও রাজস্থানের (RR) জার্সিতে টস করতে নেমেছিলেন রিয়ান’ই (Riyan Parag)। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন তিনি। তাঁর নেতৃত্বে ২০২৩-এ সৈয়দ মুস্তাক আলি ট্রফির (SMAT 2023) সেমিফাইনালেও উঠেছিলো অসম। সেই অভিজ্ঞতা আইপিএলে তাঁকে সাহায্য করতে পারে বলে মনে করছেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।

সঞ্জুকে নিয়ে চলতে পারে দড়ি টানাটানি-

Sanju Samson | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

রাজস্থান রয়্যালস ত্যাগের পর কি হতে চলেছে সঞ্জু স্যামসনের (Sanju Samson) পরবর্তী গন্তব্য? ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। সূত্রের খবর কেরলের উইকেটরক্ষক-ব্যাটারকে পেতে আগ্রহী চেন্নাই সুপার কিংস (CSK)। সঞ্জু নিজেও চাইছেন হলুদ জার্সি গায়ে চাপাতে। তাঁর জন্য রাজস্থানকে সরাসরি ট্রেডিং-এর প্রস্তাব দিতে পারেন কাশী বিশ্বনাথনরা। তবে যদি ‘রয়্যালস’ শিবির তাতে রাজী না হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মিনি নিলামে নাম লেখাতে হবে সঞ্জু’কে। সেখানে তাঁকে পেতে ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স’ও। অজিঙ্কা রাহানে নাইট রাইডার্স (KKR) অধিনায়ক হিসেবে দাগ কাটতে পারেন নি এবার। ব্যর্থ হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার ক্যুইন্টন ডি কক’ও। সঞ্জুকে (Sanju Samson) নিয়ে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করতে পারে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।

Also Read: “সুযোগ দিলেও পারবে না…” কামব্যাক ম্যাচে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন করুণ নায়ার, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *