আইপিএলের দুঃস্বপ্ন কাটিয়ে উঠেছেন রিয়ান পরাগ, ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স তরুণ অলরাউন্ডারের !! 1

রিয়ান পরাগ (Riyan Parag), নামটার সঙ্গে অতি পরিচত ভারতের ক্রিকেট দর্শকেরা। ২০১৮ সালে পৃথ্বী শ (Prithvi Shaw), শুভমান গিলদের (Shubman Gill) সাথে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলেন অসমের এই তরুণ ক্রিকেটার। এরপর পৃথ্বী বা শুভমানের কেরিয়ার যে উচ্চতা স্পর্শ করতে পেরেছে গত পাঁচ বছরে, তার ধারেকাছে অবশ্য পৌঁছতে পারেন নি তিনি। সুযোগ যে আসে নি তাঁর কাছে, তা বলা যাবে না। বেশ কয়েক বছর ধরে খেলছেন আইপিএল। রাজস্থান রয়্যালসের (RR) হয়ে ইতিমধ্যেই ৫০-এর বেশী ম্যাচ খেলে ফেলেছেন, কিন্তু তবুও ক্রিকেটজনতার হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পারেন নি তিনি। মাঠের পারফর্ম্যান্স দিতে পারে নি তাঁর প্রতিভার পরিচয়, একই সাথে মাঠের বাইরের কিছু মন্তব্য এবং আচরণের জন্য রিয়ানের (Riyan Parag) কপালে জুটেছে ‘উদ্ধত’ তকমা।

২০১৯ সাল থেকে আইপিএল খেলছেন তিনি। প্রথম মরসুমে ৭ ম্যাচে ৩২ গড়ে ১৬০ রান করেছিলেন। নতুন একজন স্পিন বোলিং অলরাউন্ডার পেতে চলেছে ভারত, আশায় ছিলো ক্রিকেটমহল। কিন্তু এরপর থেকে সোজা রাস্তায় চলে নি তাঁর কেরিয়ার। বরং গ্রাফ বেশ পড়তির দিকে। ২০২২ মরসুমে ১৭ ম্যাচে সুযোগ পেয়েছিলেন পরাগ (Riyan Parag)। কিন্তু ১৬ গড়ে ১৮৬ রানের বেশী করতে পারেন নি। আরও শোচনীয় অবস্থা হয়েছে ২০২৩-এ। ৭ ম্যাচ খেলে ১৩ গড়ে করেছেন ৭৮ রান। বিস্তর সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। রিয়ান’কে (Riyan Parag) লাগাতার সুযোগ দেওয়ার জন্য সমালোচিত হয়েছে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিও। আতসকাঁচের তলায় উঠে এসেছে তাঁর বেশ কিছু ট্যুইট’ও। নিন্দার কাঁটায় বিদ্ধ তরুণ ক্রিকেটার অবশেষে আইপিএলের দুঃস্বপ্নকে ঝেড়ে ফেলতে সক্ষম হয়েছেন। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর পারফর্ম্যান্স ইঙ্গিত দিচ্ছে রাজকীয় প্রত্যাবর্তনের।

Read More: World Cup 2023: “এমনটা তো হওয়ারই ছিলো…” আফগানদের বিরুদ্ধে হারের পর পাকিস্তানকে তীব্র কটাক্ষ বীরেন্দ্র শেহবাগের !!

দুর্দান্ত ফর্ম রিয়ান পরাগের, গড়লেন নতুন রেকর্ড-

Riyan Parag | Image: Twitter
Riyan Parag | Image: Twitter

এমার্জিং এশিয়া কাপ এবং দলীপ ট্রফিতে বেশ কিছু দুর্দান্ত পারফর্ম্যান্স করে রিয়ান পরাগ বুঝিয়েছিলেন ছন্দে রয়েছেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেই ধারাবাহিকতাকে অন্য স্তরে নিয়ে যেতে দেখা গেলো তাঁকে। ভারতের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় এখনও অবধি ৬টি ম্যাচ খেলেছে অসম চলতি মরসুমে। এরমধ্যে জিতেছে ৩টিতে। হার ২টিতে। প্রতিবেদন লেখার সময় অবধি ফলাফল জানা যায় নি একটি খেলার। কিন্তু ছয় ম্যাচেই ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করেছেন রিয়ান (Riyan Parag)। প্রথম ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে মাত্র ১৯ বলে করেন ৪৫ রান। মারেন ৪টি চার এবং ৩টি ছক্কা। ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেন নি।

দ্বিতীয় ম্যাচে রিয়ানের ৩৪ বলে ৬১ রানের ইনিংস অসমকে জয় এনে দেয় ৫ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচে অসমের প্রতিপক্ষ ছিলো সার্ভিসেস। প্রতিপক্ষের ছুঁড়ে দেওয়া ১২৫ রানের লক্ষ্য মাত্র ১২.৪ ওভারেই তাড়া করে ফেলে অসম। নেপথ্যে রিয়ান পরাগের অনবদ্য ৩৭ বলে ৭৬* রানের ইনিংস।এরপরের ম্যাচেও থামানো যায় নি তাঁকে। সিকিমের বিরুদ্ধে রিয়ান পরাগ (Riyan Parag) করেন ২৯ বলে ৫৩ রান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আজ ষষ্ঠ ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মাঠে নেমেছে অসম। অধিনায়ক রিয়ান পরাগ ফের একবার ব্যাট হাতে ঝড় তুলেছেন আজ। ৩৭ বলে ৫টি চার ও ৫ ছক্কায় সাজিয়েছেন ৭২ রানের ইনিংসটি।

এই নিয়ে টানা পাঁচটি টি-২০ ম্যাচে অর্ধশতক করলেন তিনি। স্পর্শ করলেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag), ডেভিড ওয়ার্নার, ডেভন কনওয়ে, জস বাটলারদের (Jos Buttler) মত কিংবদন্তি ক্রিকেটারের রেকর্ড। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রিয়ানের (Riyan Parag) সংগ্রহ এখনও অবধি ছয় ম্যাচে ৩৮৬। ব্যাটিং গড় ৯৬.৫০। স্ট্রাইক রেট ১৯৭.৯৪। ব্যাটিং বিক্রমের পাশপাশি তিনি ৭ উইকেটও নিয়েছেন। গত কয়েকটি মরসুমে খানিক আড়ালেই রয়ে গিয়েছিলো রিয়ানের ক্রিকেটীয় প্রতিভা, ব্যর্থতার অন্ধকার কাটিয়ে আলোর সরণিতে জায়গা করে নিন রিয়ান, এমনটাই এখন আশা ক্রিকেটজনতার।

Also Read: World Cup 2023: বিশ্বকাপের মাঝপথেই ক্যাপ্টেন্সি হারাচ্ছেন বাবর আজম, বোর্ড প্রধান জাকা আশরাফ নিলেন বড় পদক্ষেপ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *