সঞ্জুর বদলে আগামী IPL'এ রাজস্থানের অধিনায়কের দৌড়ে এই দুই তারকা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য !! 1

২০২৬ আইপিএল (IPL 2026) শুরু হতে এখনও অনেকটা সময় বাকি আছে। তার আগে একাধিক ক্রিকেটারের দল পরিবর্তনের সম্ভাবনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এই বছর মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির কর্মকর্তাদের পরিকল্পনা অনেক ক্ষেত্রেই সফল হয়নি। বিপুল অর্থ দিয়ে কেনা বহু তারকা ভালো পারফর্মেন্স করে দলকে ভরসা দিতে পারেননি। এই কারণে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে দলগুলি। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল বদল নিয়ে দীর্ঘদিন দিন ধরেই চর্চা চলছে। এবার এই দলের পরবর্তী অধিনায়ক কে হবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে নেওয়া।

Read More: “যুবরাজকে ধোনি‌ও ভয় পেতো..”, যোগরাজ সিং’এর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল !!

থাকছেন না সঞ্জু স্যামসন-

সঞ্জুর বদলে আগামী IPL'এ রাজস্থানের অধিনায়কের দৌড়ে এই দুই তারকা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য !! 2
Sanju Samson | Image: Getty Images

এই বছর আইপিএলের (IPL 2025) মেগা নিলামের আগে এই তারকা ব্যাটসম্যানকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস (RR)। কিন্তু চোটের কারণে সঞ্জু (Sanju Samson) টুর্নামেন্ট চলাকালীন একাধিকবার সমস্যার মধ্যে পড়েছিলেন। ফলে তাকে একাধিক ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল। টুর্নামেন্টে ৯ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ২৮৫ রান‌। ফলে এই তারকার ব্যর্থতা দলকেও চাপের মুখে ফেলে। লিগ পর্বে তারা ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীনার প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারিনি।

এর ফলে সূত্র অনুযায়ী ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ছেড়ে দিতে চাইছে দল। প্রথমে চেন্নাই সুপার কিংস (CSK) আগ্রহ প্রকাশ করলেও তারা এই ট্রেডের মাধ্যমে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং শিবম দুবের (Shivam Dube) মতো অভি‌জ্ঞ ক্রিকেটারদের ছাড়তে চাইছেন না। তবে বর্তমানে সঞ্জুর কলকাতা নাইট রাইডার্সে (KKR) আসার সম্ভাবনা তৈরি হয়েছে। নাইট কর্মকর্তারা এই তারকা ব্যাটসম্যানের বদলে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ছেড়ে দিতে চাইছেন। অন্যদিকে সঞ্জু কলকাতায় এলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাবেন‌ বলেও খবর সামনে umএসেছে।

অধিনায়কের দৌড়ে দুই তারকা-

সঞ্জুর বদলে আগামী IPL'এ রাজস্থানের অধিনায়কের দৌড়ে এই দুই তারকা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য !! 3
Riyan Parag and Yashasvi Jaiswal | Images: Getty Images

এইরকম পরিস্থিতিতে ২০২৬ আইপিএলে (IPL 2026) রাজস্থানের অধিনায়ক কে হবেন তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। সূত্র অনুযায়ী এই পদের জন্য দুজন ক্রিকেটার এগিয়ে আছেন। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং রিয়ান পরাগকে (Riyan Parag) নিয়ে আলোচনা শুরু করেছেন কর্মকর্তারা। উল্লেখ্য সঞ্জু স্যামসনের (Sanju Samson) অনুপস্থিতিতে এই বছর আইপিএলে রিয়ান পরাগকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। মাঠে তার অধিনায়ক হিসেবে উপস্থিতি দলকে যথেষ্ট প্রভাবিত করেছিল।

অন্যদিকে যশস্বী জয়সওয়াল‌ (Yashasvi Jaiswal) আইপিএল সহ আন্তর্জাতিক মঞ্চে‌ও দাপটের সঙ্গে ধারাবাহিকভাবে দুরন্ত পারফর্মেন্স করে ভক্তদের মুগ্ধ করেছেন। দল ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হলেও রাজস্থানের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন এই তরুণ ব্যাটসম্যান। ১৪ ম্যাচে ৬ টি অর্ধশতরানের সঙ্গে তার ব্যাট থেকে এসেছিল মোট ৫৫৯ রান। এর মধ্যেই তিনি রাজস্থান অধিনায়ক হিসেবে এলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: “তাদের পছন্দের ন‌ই..”, জাতীয় দলে বঞ্চনার বিষয়ে বিরাট-ধোনিকে নিয়ে বিস্ফোরক অমিত মিশ্র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *