ভারতীয় ক্রিকেট দলের তারকা তরুণ অলরাউন্ডার হলেন রিয়ান পরাগ (Riyan Parag)। তিনি চোটের কারণে আপাতত চোটের বাইরে রয়েছেন। ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (NCA) চোট সারাচ্ছেন তিনি। চোটের কারণেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ হয়নি পরাগের। সবকিছুর মধ্যে রিয়ানকে নিয়ে প্রকাশ্যে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর, যা শুনে রিতিমতন চমকে গিয়েছেন ক্রিকেট ভক্তরা। সূত্রের খবর অনুযায়ী, এক বলিউড সুন্দরীকে বিয়ে করতে চলেছেন পরাগ। সমাজ মাধ্যম জুড়ে শুরু হয়েছে সমালোচনা।
খুব শীঘ্রই সাতপাক ঘুরবেন পরাগ

আসলে, সূত্রের খবর অনুযায়ী অনন্যা পান্ডেকে বিয়ে করতে চলেছেন রিয়ান পরাগ (Riyan Parag)। বলিউড সুপার স্টার চানকি পান্ডের কন্যা হলেন অনন্যা। বেশ কয়েক বছর ধরে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। জানা গিয়েছে আগামী বছর বিয়ে করতে চলেছেন রিয়ান পরাগ ও অনন্যা পান্ডে। সম্প্রতি টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছেন রিয়ান পরাগ, টি-টোয়েন্টি ও ওডিআই ফরম্যাটে তার অলরাউন্ডিং পারফরমেন্স মন কেড়েছে নেটিজেনদের। তবে পুরানো কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়ার অংশ হননি তিনি।
Read More: বিদেশের মাটিতেই বসতে চলেছে আসন্ন আইপিএল নিলামের আসর, ১৫৭৪ জন খেলোয়াড় লেখালেন নাম !!
বলিউড তারকা অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে রিয়ানের (Riyan Parag) বিয়ে ঠিক হয়েছে বলে সমাজ মাধ্যমে বেশ কিছু খবর ভাইরাল হচ্ছে। সূত্রের খবর, আগামী বছর বিয়ে করতে পারেন দুজনেই। প্রসঙ্গত, কিছুদিন আগে ফেসবুক পেজে ফিল্মি ফোরামে একটি পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে রিয়ান পরাগ এবং অনন্যা পান্ডের বিয়ের কথা বলা হয়েছে। ওই পোস্টেই দাবি জানানো হয়েছে যে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে দিকে বিয়ে করবেন দুজনে। যদিও এই ঘটনার কোনো অফিসিয়াল আপডেট নেই।
অনন্যার জন্যই ট্রোল হয়েছিলেন পরাগ

অন্যদিকে, সম্প্রতি অনন্যা পান্ডের জন্যই সমাজ মাধ্যমে ট্রোল হয়েছেন রিয়ান। আসলে, আইপিএল ২০২৪ সমাপ্তির পর রিয়ান বাড়িতে তার ইউটিউব চ্যানেলে একটি লাইভ স্ট্রিম করেছিলেন। তখনই অনন্যা পান্ডের নাম তার ইউটিউব সার্চ বারের হিস্টোরিতে দেখতে পাই যায়। তিনি তার ইউটিউবে ‘অনন্যা পান্ডে হট’ লিখে সার্চ করেছিলেন, যার কারণে তাকে অনেক ট্রোলড হতে হয়েছিল। শুধু অনন্যা পান্ডে নয়, সারা আলী খানের হট ভিডিও দেখতে ইউটিউবে সার্চ মেরেছিলেন রিয়ান।