আগস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। আর এই টি-টোয়েন্টি সিরিজকে নিয়ে সমাজ মাধ্যমে বেশ প্রশ্ন উঠেছে। বাংলাদেশ সিরিজের জন্য মূলত তরুণ দল পাঠাতে চলেছে বিসিসিআই এই সিরিজে নতুন অধিনায়ক নিয়োগ করতে চলেছে বিসিসিআই। মূলত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করার পর ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এমনকি তার ডেপুটি হিসেবে বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখা গিয়েছে। শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজকে তার ডেপুটি হিসেবে দেখা গিয়েছিল শুভমান গিলকে (Shubman Gill)। এরপর শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমারের ডেপুটি হিসেবে দেখতে পাওয়া গিয়েছে অক্ষর প্যাটেলকে (Axar Patel)। তবে বাংলাদেশের বিরুদ্ধে সূর্যকুমার যাদব কিংবা অক্ষর প্যাটেলকে খেলতে দেখা যাবে না। যে কারণে নতুন অধিনায়ক নির্বাচন করতে চলেছে বিসিসিআই।
বাংলাদেশ সিরিজে গুরুদায়িত্ব পালন করবেন পরাগ

আগামী আগস্ট সেপ্টেম্বর মাস জুড়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে। আর এই সিরিজে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে সূত্রের দাবি ভারতীয় ক্রিকেট দলকে (Team India) নেতৃত্ব দেবেন তরুণ খেলোয়াড় রিয়ান পরাগ (Riyan Parag)। ভারতীয় দলের জার্সিতে সাদা বলে দুই ফর্মাটেই অভিষেক করে ফেলেছেন তিনি। তবে চোটের কারণে বিগত কয়েক মাস ভারতীয় দলের জার্সিতে খেলতে পারেননি তিনি। তরুণ দলকে তিনি নেতৃত্ব দিতে প্রস্তুত। আপাতত আইপিএল এর মঞ্চে রাজস্থান রয়েল বেশ কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ভারতের জার্সিতে পরাগ একটি ওডিআই ম্যাচ এবং নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।
Read More: IPL 2026 এর জন্য ফাইনাল KKR-এর স্কোয়াড, ফ্লপ আইয়ার সহ এই খেলোয়াড়দের রেখেছে ধরে !!
তরুণ দল নিয়েই বাংলাদেশ যাবে ভারত

বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পেতে পারেন পাঞ্জাব কিংসের তরুণ ওপেনার প্রভশিমরন সিং (Prabh simran Singh), নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) এবং তাদের দলের ফিনিশার শশাঙ্ক সিং (Shashank Singh)। পাশাপশি, কেকেআরের অঙ্গকৃষ রঘুবংশীকেও রাখা হয়েছে ব্যাটসম্যানদের তালিকায়। দলে সুযোগ পাবেন, সানরাইজার্সের অনিকেত ভার্মা (Aniket Verma), লখনৌয়ের আয়ুশ বাদনী (Ayush Badoni)। এবার দলের অলরাউন্ডার দের কথা বলতে গেলে, দলে সুযোগ দেওয়া হবে শিবম দুবে (Shivam Dube) ও রাহুল তেওটিয়াকে (Rahul Tewatia)। বাংলাদেশে ঘূর্ণি পিচ লক্ষ করা যাবে তাই এই সিরিজে স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) এবং দিগবেশ রাঠিকে (Dinesh Rathi)। পেসারদের তালিকায় রাখা হবে মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj), আবেশ খান (Avesh Khan), শার্দূল ঠাকুর (Shardul Thakur) এবং খলিল আহমেদকে (Khaleel Ahmed)।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের স্কোয়াড
রিয়ান পরাগ (ক্যাপ্টেন), প্রভশিমরন সিং (উইকেট কিপার), অঙ্গকৃষ রঘুবংশী, নেহাল ওয়াধেরা, অনিকেত ভার্মা, আয়ুশ বাদনী, শশাঙ্ক সিং, শিবম দুবে, রাহুল তেওটিয়া,শার্দূল ঠাকুর, মোহম্মদ সিরাজ, খলিল আহমেদ, আবেশ খান, বরুণ চক্রবর্তী, দিগবেশ রাঠি।