IPL 2025: বিতর্কের ওপর নাম হলেন রিয়ান পরাগ (Riyan Parag)। ভারতীয় দলের তারকা ক্রিকেটার রিয়ান পরাগ তার কর্মকান্ডে আবার একবার খবরের শিরোনামে উঠে আসলেন। এবার মাঠের মধ্যেই আম্পায়ারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লেন তারকা খেলোয়াড়। এর আগেও একাধিকবার নিজের কর্মকান্ডে নেট পাড়ায় ট্রোল হয়েছিলেন পরাগ।
গতকাল আইপিএল ২০২৫ এর (IPL 2025) ২৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়ালস হাড্ডাহাড্ডি লড়াইয়ে রাজস্থানকে অষ্টান্ন রানে পরাস্ত করেছে গুজরাট টাইটান্স গুজরাটের জয়ে আপাতত পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে তারা। এবারের আইপিএলে রাজস্থান দলের প্রদর্শন খুব একটা প্রশংসনীয় নয় মোট পাঁচ ম্যাচ খেলে জয় এসেছে কেবলমাত্র দুটি ম্যাচে। আবার গতকাল দলের স্টার খেলোয়াড় রিয়ান পরাগের আচরণ দলের কাল হয়ে দাঁড়াতে পারে।
Read More: IPL 2025: দল জিতলেও এই বিদেশী তারকা হয়ে উঠেছে দিল্লীর সবচেয়ে বড় মাথাব্যথার কারণ !!
আম্পায়ারের উপর মেজাজ হারান পরাগ

গতকাল অথবা ব্যাটিং করে গুজরাট ২১৮ রানের টার্গেট রেখেছিল রাজস্থানের সামনে। সেই রান তারা করতে এসে শুরুতেই জয়সওয়াল ও রানা আউট হয়ে গিয়েছিলেন। ব্যাটিং করতে আসেন দলের ভাইস ক্যাপ্টেন রিয়ান পরাগ। আর পরাগের আউট ঘিরেই তৈরি হয় বিতর্ক। বিতর্কিত আউটের সূত্রপাত রাজস্থান ইনিংসের সপ্তম ওভারে। এদিন রিয়ান পরাগকে বেশ ফর্মে দেখাচ্ছিল, তবে কুলবন্ত খেজরোলিয়ার বলে বিতর্কিত আউটের শিকার হতে হয়েছিল পরাগকে।
আসলে খেজরোলিয়ার করা অফ স্টাম্পের বাইরের একটি বল খেলতে গিয়েছিলেন পরাগ। বলটি তাঁর ব্যাটে লেগে উইকেটকিপার জোশ বাটলারের (Josh Buttler) হাতে চলে যায়। অনফিল্ড আম্পায়ার তাকে আউট দেন, আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে পরাগ রিভিউ নেন। পরাগের ধারণা ছিল বলটি তাঁর ব্যাটে লাগলেও উইকেট কিপারের গ্লাভসে পৌঁছানোর আগে বলটি মাটিতে স্পর্শ হয়েছিল। কিন্তু স্নিকোমিটারে দেখা যায়, বল ব্যাটে লাগার পর ব্যাটটি মাটি ছুঁয়েছিল। যে কারণে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তেই অনড় থাকতে হয়েছিল তৃতীয় আম্পায়ারকে।
ব্যান হতে পারেন পরাগ

তবে, তৃতীয় আম্পায়ারের দেওয়া এই সিদ্ধান্ত মনপ্রুত হয়নি পরাগের। মাঠে থাকা দুই আম্পায়ারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন পরাগ। এমনকি সাজঘরে ফেরার পথে টানেলের দেওয়ালে ব্যাটটি সজোরে আঘাত করেন তিনি। রিয়ানের এই কর্মকান্ডের পর তাকে কঠিন শাস্তি জানাতে পারে আইপিএল কতৃপক্ষ। এমনকি, এক ম্যাচের জন্য তাকে ব্যান করতে পারে বিসিসিআই।