নেতৃত্বের পালাবদলে ভাঙন? সঞ্জু স্যামসনের বিদায়ের গুঞ্জনে সরগরম রাজস্থান শিবিরে !! 1

আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের পরিচিত মুখ হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। দীর্ঘদিন ধরে দলের ব্যাটিং ও নেতৃত্ব – দুই ক্ষেত্রেই ভরসার নাম ছিলেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর সম্পর্কের ইতি টান পড়তে চলেছে। ২০১৩ সাল থেকে রাজস্থানের জার্সিতে সঞ্জুকে দেখতে পাওয়া গিয়েছে। দলের মূল ব্যাটসম্যান থেকে অধিনায়িকের পদও পেয়েছেন তিনি। তবে, ক্রিকেট মহলে গুঞ্জন, সঞ্জুর দল ছাড়ার সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রয়েছে দলের এক তরুণ খেলোয়াড়ের। ক্ষমতা ও নেতৃত্বের লোভে সঞ্জুর পিঠে ছুড়ি মারলেন এই তরুণ তারকা।

নেতৃত্বের পালাবদলে ধরলো ভাঙন

নেতৃত্বের পালাবদলে ভাঙন? সঞ্জু স্যামসনের বিদায়ের গুঞ্জনে সরগরম রাজস্থান শিবিরে !! 2
Cricket – Indian Premier League – IPL – Rajasthan Royals v Kolkata Knight Riders – Assam Cricket Association Stadium, Guwahati, India – March 26, 2025 Rajasthan Royals’ Riyan Parag and Sanju Samson REUTERS/Stringer

ক্রিকেট অঙ্গনে জোর গুঞ্জন, ফ্র্যাঞ্চাইজির ভেতরের নেতৃত্বের সমীকরণে পরিবর্তনই সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল ছাড়ার পেছনের বড় কারণ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুব্রামণিয়ম বদ্রীনাথের দাবি, রাজস্থান ব্যবস্থাপনা রিয়ান পরাগকে (Riyan Parag) ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করেছে, যা সঞ্জুর জন্য অস্বস্তির কারণ হতে পারে। বদ্রীনাথ মনে করেন, বহু বছর ধরে যিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, তাঁর জায়গায় একজন তুলনামূলক অনভিজ্ঞ খেলোয়াড়কে প্রাধান্য দেওয়া হলে অসন্তোষ হওয়াই স্বাভাবিক।

Read More: “নিজেই নিজের ক্ষতি…” পৃথ্বীর ব্যর্থতায় হতাশ রোহিত শর্মা’র কোচ, সাক্ষাৎকারে ঝরে পড়লো আক্ষেপ !!

আইপিএল ২০২৫ মৌসুমে গত মৌসুমে চোটের কারণে কিছু সময়ের জন্য সঞ্জুকে কেবল ব্যাটসম্যানের ভূমিকায় খেলতে হয়েছিল। সেই সময় অধিনায়কের দায়িত্ব গিয়েছিল ওই তরুণ ক্রিকেটারের হাতে। সেই থেকেই দলীয় রাজনীতিতে সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বলে ধারণা করা হচ্ছে। সেই সময় অধিনায়কের দায়িত্ব পান রিয়ান পরাগ। ওই পর্বেই দলের ভেতরে নেতৃত্বের সমীকরণ বদলাতে শুরু করে বলে ধারণা। যদিও ফ্র্যাঞ্চাইজির তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি, তবে ক্রিকেট মহলে এটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রাজস্থান ছাড়ছেন সঞ্জু স্যামসন

Sanju samson, ipl, সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

এদিকে, সঞ্জুর পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে। একাধিক বিশেষজ্ঞ মনে করছেন, চেন্নাই সুপার কিংস (CSK) তাঁর জন্য সম্ভাব্য পরবর্তী দল হতে পারে। মহেন্দ্র সিং ধোনির অবসর-পরবর্তী সময়ে সিএসকের পথপ্রদর্শক হয়ে উঠতে পারেন স্যামসন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে চেন্নাই সুপার কিংসের ঐতিহ্য বিজয় রাখতে চাইবেন সঞ্জু। যদিও, নিজের বিদায়ের গুঞ্জন নিয়ে মুখ খুলে সঞ্জু জানিয়েছেন, রাজস্থান রয়্যালস তাঁর কাছে সবসময় বিশেষ ছিল।

এ দলেই তিনি নিজের ক্রিকেট-পরিচয় গড়ে তুলেছেন। তাই এই সিদ্ধান্ত তাঁর জন্য আবেগঘন হলেও, ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই পরিবর্তনের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছেন তিনি। সব মিলিয়ে, সঞ্জু স্যামসনের সম্ভাব্য প্রস্থান রাজস্থান রয়্যালসের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। আর এর নেপথ্যে রিয়ান পরাগের নাম উঠে আসায় বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে। আসন্ন মৌসুমেই স্পষ্ট হবে, এই অধ্যায়ের সমাপ্তি আসলেই কীভাবে লেখা হয়।

Read Also: ৬,৪,৪,৪,৪,৪.. ধারাবাহিকভাবে বঞ্চিত অভিমন্যু ইশ্বরন দলীপ ট্রফিতে ব্যাট হাতে জ্বলে উঠে দিলেন যোগ্য জবাব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *