টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় তরুণ ক্রিকেটারদের দাপট বর্তমানে আলোচনায় রয়েছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে সম্প্রতি ২০ ওভারের এশিয়া কাপ (Asia Cup 2025) জয় করেছে ব্লু ব্রিগেডরা। এর সঙ্গেই আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই দল নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) বিপক্ষে ২০ ওভারের সিরিজে মাঠে নামতে চলেছে ব্লু ব্রিগেডরা। আসন্ন এই সিরিজের জন্য ভারতীয় দলে আসতে চলেছে একাধিক পরিবর্তন।
Read More: সুদর্শনের ভুলে রান আউটের ফাঁদে, মাঠেই মেজাজ হারালেন কেএল রাহুল !!
অধিনায়ক রিয়ান পরাগ-

এশিয়া কাপ শেষ হওয়ার পর ভারতীয় দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে নেমেছে। এরপর ২৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ব্লু ব্রিগেডরা। বিদেশের মাটিতে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে একাধিক তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিতে চলেছে বিসিসিআই (BCCI)। এর ফলে সূত্র অনুযায়ী রিয়ান পরাগকে (Riyan Parag) নতুন অধিনায়ক হিসাবে দেখতে পাওয়া যাবে।
এই তরুণ তারকাকে এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল। সঞ্জু স্যামসন (Sanju Samson) চোটের মধ্যে থাকায় তিনি বেশ কিছু ম্যাচে রাজস্থানকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান। এছাড়াও ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন এই ব্যাটসম্যান। চলতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন। এখনও পর্যন্ত দেশের হয়ে রিয়ান ৯ ম্যাচে সংগ্রহ করেছেন ২০৬ রান।
সহ অধিনায়ক রিঙ্কু-

এই বছর এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেও মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। ফাইনালে শুধুমাত্র একটি বল খেলেন তিনি। তবে সেই বলটি ছিল ট্রফি জয়ের নির্ণায়ক। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টিতে দুরন্ত ব্যাটিং করে আবারও পুরনো ছন্দে ফিরে এসেছেন এই তারকা। তিনি শুধুমাত্র ফিনিশার হিসাবে নয় মিডল অর্ডারে যেকোনো জায়গায় দলের হয়ে ভরসা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন।
এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাকে ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে লড়াই করতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত রিঙ্কু (Rinku Singh) দেশের হয়ে ৩৪ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৫৫০ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে প্রিয়াংশ আর্য (Priyansh Arya), ক্রনাল পান্ডিয়া (Krunal Pandya), সাই সুদর্শনের (Sai Sudarshan) মতো তারকারা এই টি-টোয়েন্টি দলে জায়গা পেতে পারেন।
ভারতের সম্ভাব্য টি২০ স্কোয়াড-
অভিষেক শর্মা, প্রিয়াংশ আর্য, সাই সুদর্শন, তিলক বর্মা, রিয়ান পরাগ (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, ক্রনাল পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, রবি বিষ্ণোই