৬,৬,৬,৬,৬,৬... টানা ছয় বলে ছটি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন রিয়ান পরাগ, ভাঙলেন রিংকু সিংয়ের দুরন্ত রেকর্ড !! 1

IPL 2025: আজ আইপিএল ২০২৫’এর  ৫৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস (KKR vs RR)। রুদ্ধশ্বাস লড়াইয়ে ১ রানে জয় ছিনিয়ে নিলো কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালস ম্যাচ হারলেও আজ দুরন্ত একটি প্রদর্শনের নমুনা দেখালেন রাজস্থান রয়্যালস দলের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন রিয়ান পরাগ (Riyan Parag)। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে নির্ধারিত ২০ ওভারে ২০৬ রান বানাতে সক্ষম হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। রুদ্ধশ্বাস লড়াইয়ে নিজের নামে আইপিএলে নয়া রেকর্ড গড়ে ফেললেন রিয়ান পরাগ।

কলকাতার ইডেন গার্ডেন্সে টানা ৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের নামে করলেন পরাগ। কলকাতার বানানো পাহাড় সমান রান তাড়া করতে এসে, মঈন আলীর স্পেলের শেষ ওভারে ও ম্যাচের ১৩তম ওভারে মঈনের শেষ ৫ বলে ৫টি ছক্কা হাঁকান পরাগ। মঈন আলীর স্পেলের শেষ ওভারের প্রথম বলে শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) একটি সিঙ্গেল নেন এবং দ্বিতীয় বলে স্কয়ার লেগের উপর দিয়ে রিয়ান পরাগ একটি ছক্কা হাঁকান। তৃতীয় বলে তিনি লং অনের দিকে ছক্কা হাঁকান, আবার চতুর্থ বলে স্কয়ার লেগে ছক্কা হাঁকান। পঞ্চম বলে আবার লং অনে ছক্কা মারেন তিনি। ষষ্ঠ বলটি ওয়াইড করেন মঈন এবং ওভারের শেষ বলে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকান রিয়ান পরাগ। আইপিএলের ইতিহাসে তিনি প্রথম অধিনায়ক হিসাবে টানা ৫টি ছক্কা হাঁকিয়েছেন।

Read More: IPL 2025: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি নাইটদের, রাজস্থানকে ১ রানে হারিয়ে প্লে-অফ স্বপ্ন বাঁচিয়ে রাখলেন রাহানেরা !!

ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন পরাগ

Ipl 2025
Riyan Parag | Image: Getty Images

পরাগ এখানেই থেমে থাকেননি। পরের ওভারে আবার বরুণ চক্রবর্তীর মুখোমুখি হয়েছিলেন তিনি। তাঁর বলে রিভার্স সুইপ খেলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর একটি ছক্কা হাঁকান। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন পরাগ। ৪৫ বলে ৯৫ রানের ইনিংস খেলেন এবং তিনি তার ইনিংসে মোট ৮টি ছক্কা মারেন। যদিও পরাগের এই ইনিংসটি বিফলে যায়, নাইট রাইডার্স ১ রানে রাজস্থানের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে।

২০১২ সালে প্রথম বার ক্রিস গেইল (Chris Gayle) রাহুল শর্মার বিরুদ্ধে পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। এরপর, ২০২০ সালে সেলডন কটরেলের বিরুদ্ধে পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকান রাহুল তেওটিয়া। ২০২১ সালে হার্সাল প্যাটেলের বিরুদ্ধে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। শেষবার ২০২৩ সালের আইপিএলে ৫ বলে ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন রিংকু সিংহ (Rinku Singh)। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে যশ দয়ালের ওভারে ৫ বলে ৫টি ছক্কা হাঁকান রিংকু।

Read Also: IPL 2025 Points Table: রাজস্থানকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগোলেন রাহানেরা, প্লে-অফ’ই পাখির চোখ নাইট রাইডার্সের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *