সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। আর তারপরেই শুরু হয়ে যাবে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। সম্প্রতি ভারতীয় দলে অভিষেক হওয়া এক খেলোয়াড় হঠাৎ করেই এই আইপিএলের জন্যই ধনী হয়ে উঠেছেন। বর্তমানে সমাজ মাধ্যমে তিনি রয়েছেন ট্রেন্ডিংয়ে। সেই খেলোয়াড়ের কথা বলতে গেলে, আইপিএল ২০২৪ মৌসুমে তিনি যে মূল্যে তাকে তার ফ্রাঞ্চাইজি ধরে রেখেছিল সেই খেলোয়াড়কে এবারের আইপিএলে ৩০০ শতাংশ বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। রেকর্ড সমান দাম পেয়ে সমাজ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে চর্চা।
বেতন বৃদ্ধি হয়েছে এই তারকার
![আইপিএল ২০২৫-এর আগেই ধনী হয়ে গেলেন ইন্ডিয়ার এই খেলোয়াড়, ৩০০% বেতন পেল বৃদ্ধি !! 2 Riyan Parag, ipl 2025](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/05/riyan-parag-1024x576.png)
প্রসঙ্গত, আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে এই তারকাকে খেলতে দেখা যায়। গত বছর তিনি অসাধারণ প্রদর্শন দেখিয়ে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ও ওডিআই ফরম্যাটে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন। তিনি হলেন আসামের তারকা অলরাউন্ডার রিয়ান পরাগ (Riyan Parag)। আইপিএল ২০২৪ মৌসুমে তাকে ৩.৮০ কোটি টাকায় ধরে রেখেছিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে, এখন আইপিএল ২০২৫ মৌসুমে, রিয়ান পরাগ এক মৌসুমে খেলার জন্য ১৩ কোটি টাকা পাবেন। সেই হিসাবে তার বেতনের উপর ৩০০% বেতন বৃদ্ধি হয়েছে।
Read More: IPL 2025: “আমার নেতৃত্বের ধরণ আলাদা…” দায়িত্ব পেয়েই হুঙ্কার রজত পাটিদারের, ট্রফি জয়ের স্বপ্ন দেখালেন সমর্থকদের !!
পরাগ এখনও পর্যন্ত আইপিএল ক্রিকেটে রাজস্থান রয়্যালসের হয়েই খেলে আসছেন। তিনি আইপিএলে মোট ৮০টি ম্যাচ খেলেছেন। ২০১৯ সাল থেকেই আইপিএলে এই একটি ফ্রাঞ্চাইজির হয়েই খেলে আসছেন। গত বছর আইপিএলে অসাধারণ প্রদর্শন দেখিয়েছিলেন পরাগ। যে কারণে তাকে ধরে রাখতে মোটা টাকা খরচ করেছে রাজস্থান রয়্যালস। আইপিএলে ৩০০ শতাংশ বেতন বাড়ার পর, রিয়ান পরাগ আসন্ন আইপিএল (IPL 2025) মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করতে চাইবেন।
ভারতীয় দলেও খেলার সুযোগ পেয়েছেন পরাগ
![আইপিএল ২০২৫-এর আগেই ধনী হয়ে গেলেন ইন্ডিয়ার এই খেলোয়াড়, ৩০০% বেতন পেল বৃদ্ধি !! 3 Riyan Parag](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/07/GTfxfdmaoAA6rf3.jpeg)
রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলার সৌজন্যে জলদি জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন রিয়ান। ২০২৪ সালের আইপিএলে পরাগ ৫৭৩ রান বানিয়েছিলেন। শুধু আইপিএলে নয়, ঘরোয়া ক্রিকেটেও বেশ ছন্দ দেখিয়েছেন পরাগ। যে কারণে গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ পেয়েছিলেন পরাগ। ২০২৪ সালে জিম্বাবুয়ে সফরে অভিষেক হওয়া রিয়ান পরাগ এখনও পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে ১টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ৯টি টি-টোয়েন্টি ম্যাচে রিয়ান পরাগ ১০৬ রান করেছেন। তাছাড়া বোলিংয়ে তিনি ৪টি উইকেটও সংগ্রহ করেছেন।