অসমের তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগ (Riyan Parag) প্রথম ক্রিকেটদুনিয়ার নজরে এসেছিলেন আইপিএলের সৌজন্যে। ২০১৯ সালে মাত্র ১৭ বছর বয়সে ফ্র্যাঞ্চাইজি লীগে অংশ নিয়েছিলেন তিনি। প্রথম মরসুমেই নিজেকে লম্বা রেসের ঘোড়া হিসেবে প্রমাণ করেছিলেন রিয়ান। ৯ ম্যাচে প্রায় ১২৭ স্ট্রাইক রেট ও ৩২ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছিলো ১৬০ রান। এরপর বিস্তর ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর আইপিএল (IPL) কেরিয়ার। মাঝেমধ্যে অতি আত্মবিশ্বাসী নানা মন্তব্যের কারণে ট্রলিং-এর মুখেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু ফোকাস হারান নি তিনি। শেষমেশ ২০২৪-এর আইপিএলে নিজের প্রতিভার সাথে সম্পূর্ণ সুবিচার করতে সক্ষম হন রিয়ান (Riyan Parag) । ১৪৯.২১ স্ট্রাইক রেট ও ৫২.০৯ গড়ে করেন ৫৭৩ রান। ফ্র্যাঞ্চাইজি লীগের পারফর্ম্যান্সের জোরে ইতিমধ্যেই জাতীয় দলের দরজাও খুলে ফেলেছেন তিনি।
Read More: বাসচালকের গুরুমন্ত্রে উইকেট হারান বিরাট কোহলি, ম্যাচ শেষে হিমাংশু করলেন বড় খোলাসা !!
অসমের হয়ে ঝড় তুলেছিলেন রিয়ান-
কেবল টি-২০ নয় তিন ফর্ম্যাটেই যে তিনি সমান কার্যকরী তা ঘরোয়া ক্রিকেটের আসরে বারবারই প্রমাণ করেছেন রিয়ান পরাগ (Riyan Parag) । রঞ্জি ট্রফি ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানটির মালিক তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও পরপর পাঁচ ম্যাচে করেছেন অর্ধশতক। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসটি অসমের তরুণ খেলেছিলেন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ২০২২-এর বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy)। আহমেদাবাদে কোয়ার্টার ফাইনালের লড়াইতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো অসম। শুভম খাজুরিয়া ও হেনান নাজিরের জোড়া শতরানের সৌজন্যে রানের পাহড় গড়ে ভূস্বর্গের দল। ১০ ওভার হাত ঘুরিয়ে একটি উইকেট নিয়েছিলেন রিয়ান পরাগ (Riyan Parag) । কিন্তু প্রতিপক্ষকে ৩৫০ রানের আগে বেঁধে ফেলা সম্ভব হয় নি তাঁর পক্ষে।
৩৫১ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে দুই ওপেনার কুণাল সইকিয়া ও রাহুল হাজারিকাকে দ্রুত খুইয়েছিলো অসম। ৪৫/২ অবস্থা থেকে দলকে কার্যত উদ্ধার করেন রাহুল হাজারিকা (Rahul Hazarika) ও রিয়ান পরাগ (Riyan Parag) । ১১৮ বলে ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১৪ করে রাহুল আউট হলেও দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন রিয়ান। ব্যাট হাতে রীতিমত দক্ষযজ্ঞ চালান তিনি। মারেন এক ডজন চার। সমসংখ্যক বার প্রতিপক্ষ বোলারদের গ্যালারিতেও আছড়ে ফেলেছিলেন ডান হাতি ব্যাটার। শেষমেশ ১১৬ বলে ১৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৩ বলে ১৮* করেন সাহিল জৈন’ও। ২৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় অসম। পা রাখে সেমিফাইনালে। শেষ চারের যুদ্ধে মহারাষ্ট্রের বিপক্ষে মরিয়া লড়াই সত্ত্বেও হারতে হয় উত্তর-পূর্বের রাজ্যকে।
মাঠে ফিরেছেন রিয়ান পরাগ-
২০২৪-এ জিম্বাবুয়ে সফরে টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথম মাঠে নেমেছিলেন রিয়ান পরাগ (Riyan Parag) । এরপর শ্রীলঙ্কা সফরেও সাদা বলের দুই ফর্ম্যাটেই খেলেন তিনি। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও খেলেছেন অসমের তরুণ। কিন্তু এরপর পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। করাতে হয় অস্ত্রোপচার’ও। ‘আহত’ রিয়ানের পক্ষে দক্ষিণ আফ্রিকা সফরে দেশের প্রতিনিধিত্ব করা সম্ভব হয় নি। ছিলেন না নতুন বছরের গোড়ায় ইংল্যান্ড সিরিজেও। অবশেষে রিহ্যাবের পর মাঠে ফিরেছেন তিনি। রঞ্জি ট্রফির সপ্তম রাউন্ডের ম্যাচে অসমের জার্সিতে প্রত্যাবর্তন ঘটিয়েছেন বছর ২৩-এর তরুণ। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে দুই ইনিংসে যথাক্রমে ৫১ ও ০ রান করেন তিনি। পয়েন্টের নিরিখে এলিট পর্বের গ্রুপ ডি’তে সবার নীচেই শেষ করেছে রিয়ানের (Riyan Parag) দল। ৭ ম্যাচের মধ্যে ৩টি হেরেছে তারা। ড্র ৪টিতে।