riyan-parag-adopts-injured-dog

নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে অন্যতম পরিচিত মুখ রিয়ান পরাগ (Riyan Parag)। অসমের তারকা মাত্র ১৭ বছর বয়সে সুযোগ পেয়েছিলেন রাজস্থান রয়্যালসে। শুরুর কয়েকটা বছর আহামরি পারফর্ম্যান্স না থাকা সত্ত্বেও আত্মবিশ্বাস হারান নি তিনি। জ্বলে ওঠেন ২০২৪-এ। ২০২৫-এর ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগেও দুরন্ত ছন্দে দেখা গিয়েছিলো তাঁকে। বেশ কিছু দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের পারফর্ম্যান্সের সৌজন্যে ইতিমধ্যে জাতীয় দলের হয়েও খেলে ফেলেছেন রিয়ান (Riyan Parag)। তাঁর প্রতিভা নিয়ে কোনো রকম সংশয় না থাকলেও মাঝেমধ্যেই তাঁর মন্তব্যগুলি বিতর্ক তৈরি করে। একবার তাঁর ইউটিউব সার্চ হিস্ট্রি নিয়েও বিস্তর চর্চা হয়েছিলো। তবে সেই বিতর্কিত ‘ইমেজ’-এর বাইরেও তাঁর চরিত্রের যে একটি আলাদা দিক রয়েছে তার প্রমাণ সম্প্রতি দিয়েছেন রিয়ান। পাশে দাঁড়িয়েছেন এক অবলা সারমেয়’র।

Read More: দক্ষিণী তারকার সঙ্গে শুরু বিয়ের প্রস্তুতি, শোয়েব অধ্যায় মুছলেন সানিয়া মির্জা !!

সায়মেয়’কে দ্বিতীয় জীবন দিলেন রিয়ান-

Riyan Parag | Image: Twitter
Riyan Parag | Image: Twitter

সম্প্রতি একটি ইন্সটাগ্রাম পোস্টে একটি কুকুরছানাকে দত্তক নেওয়ার ঘোষণা করেছেন রিয়ান পরাগ (Riyan Parag)। ‘জনম’ নামে ঐ সারমেয়টির নাক, মুখ এমনকি শ্বাসনালীতেও পোকা ঢুকে গিয়েছিলো। কার্যত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো সে। গত ২৫ মে মানবী রাই নামে এক পশুপ্রেমী উদ্ধার করেন তাঁকে। দ্রুত চিকিৎসা শুরু না হলে এক সপ্তাহও বাঁচত না কুকুরটি। বেশ কয়েকদিনের প্রচেষ্টায় অবশেষে অন্ধকার সময়কে পিছনে ফেলে আসতে সক্ষম হয়েছে ‘’জনম।’ ইন্সটাগ্রাম পোস্টে রিয়ান (Riyan Parag) জানিয়েছেন যে সে এখন নিজের নাম শুনে সাড়া দিচ্ছে। সম্পূর্ণ সেরে উঠতে এখনও ছয় মাস সময় লাগবে তার। এই কঠিন সময়ে ‘জনম’-এর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন রিয়ান (Riyan Parag)। সারমেয় শাবকটির চিকিৎসা ও অস্ত্রোপচারের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি।

সাদা রঙের কুকুরছানাটির সাথে একটি ছবি পোস্ট করেছেন রিয়ান (Riyan Parag)। জানিয়েছেন ‘জনম’কে দত্তক নিলেও তাকে নিজের কাছে রাখতে পারবেন না তিনি। ব্যস্ত ক্রিকেটসূচির কারণেই সেই পদক্ষেপ নেওয়ার তাঁর পক্ষে যে সম্ভব হচ্ছে না তাও স্পষ্ট করে দিয়েছেন অসমের ক্রিকেটার। কিন্তু তাতে তার দেখভালের কোনোরকম অভাব হবে না বলেও শপথ করেছেন রিয়ান। নেটজনতার মন ছুঁয়ে গিয়েছে তরুণ অলরাউন্ডারের দীর্ঘ ইন্সটাগ্রাম পোস্টের শেষ কয়েকটি লাইন। রিয়ান লিখেছেন, “জনম, এখন থেকে তুমি আমার পরিবারের অংশ।” সারমেয় শাবকটিকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করা, এবং কার্যত পুনর্জন্ম দেওয়ার জন্য মানবী রাইকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। লিখেছেন, “মানবী, তোমায় ধন্যবাদ ওকে রক্ষা করার জন্য আর আমার উপর ভরসা রাখার জন্য।”

দেখুন রিয়ানের পোস্ট’টি-

রিয়ান পরাগের পরিসংখ্যান-

Riyan Parag | Image: Twitter
Riyan Parag | Image: Twitter

গত বছরের জুলাই মাসে ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় রিয়ান পরাগের (Riyan Parag)। জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারেতে প্রথম ম্যাচ খেলেন তিনি। এখনও অবধি কুড়ি-বিশের ক্রিকেটে ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অসমের ক্রিকেটার। করেছেন ১০৬ রান। নিয়েছেন ৪টি উইকেট। শ্রীলঙ্কায় একটি ওয়ান ডে ম্যাচও খেলেছেন তিনি। ১৫ রানের পাশাপাশি ৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫.৯২ গড়ে তিনি করেছেন ২০৪২ রান। ৩টি শতক ও ১৩টি অর্ধশতক রয়েছে তাঁর। ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানটি করেছিলেন তিনি। লাল বল হাতে ৫৩টি উইকেটও নিয়েছেন রিয়ান (Riyan Parag)। এছাড়া ৫০টি লিস্ট-এ ম্যাচে ৪১.৩০ গড়ে করেছেন ১৭৩৫ রান। উইকেটসংখ্যা ৫৩। তাঁর অধিনায়কত্বে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনাল খেলেছিলো অসম। টি-২০তে ১৩৭ ম্যাচে রিয়ানের সংগ্রহ ৩১১৫ রান, ৪৮ উইকেট।

Also Read: সিএবি’তে তুলকালাম, জমা পড়লো আর্থিক দুর্নীতির অভিযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *